Benefits Of Arjun Bark: অর্জুনেই লক্ষ্যভেদ

প্রাচীন আয়ুর্বেদে উত্তর আছে বেশ কিছু অসুখের। উপশমের ঠিকানা প্রকৃতির মধ্যেই। আয়ুর্বেদ মতে মহৌষধি অর্জুন গাছের ছাল। একে একবার সঙ্গী করতে পারলে দূরে থাকবে হাজারো রোগ ব্যাধি। কী কী সমস্যার সমাধান করে অর্জুন গাছের ছাল? জানলে অবাক হবেন।

Benefits Of Arjun Bark: অর্জুনেই লক্ষ্যভেদ
| Edited By: | Updated on: Sep 17, 2023 | 3:11 PM

প্রাচীন আয়ুর্বেদে উত্তর আছে বেশ কিছু অসুখের। উপশমের ঠিকানা প্রকৃতির মধ্যেই। আয়ুর্বেদ মতে মহৌষধি অর্জুন গাছের ছাল। একে একবার সঙ্গী করতে পারলে দূরে থাকবে হাজারো রোগ ব্যাধি। কী কী সমস্যার সমাধান করে অর্জুন গাছের ছাল? জানলে অবাক হবেন। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর অর্জুন গাছের ছাল। এই ছাল নিয়মিত সেবন করলে দূরে থাকে বেশ কিছু হৃদরোগ। উচ্চ রক্তচাপে যারা ভোগেন তারাও উপকার পাবেন অর্জুন গাছের ছালে। বিভিন্ন ধরনের প্রদাহ বা ইনফ্লামেশন কমায় এই অর্জুন গাছের ছাল। অর্জুন গাছের ছালে আছে ট্যানিন, সাপোনিন ও ফ্লেভানয়েভস। রক্তে শর্করার মাত্রা বা ব্লাড সুগার নিয়ন্ত্রণও করে এই ছাল। এই উপাধান গুলি ক্ষত নিরাময় করে। আর তাই বলাই যায় ইনফ্লেমেশন কমাতে বেশ কার্যকর অর্জুন গাছের ছাল। অর্জুন গাছের ছাল নানান ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ ও কমায়।

Follow Us: