Neem Leaves: এই পাতাতেই সারবে ডায়াবেটিস?

Neem Leaves: এই পাতাতেই সারবে ডায়াবেটিস?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 26, 2023 | 4:38 PM

নিমপাতার মধ্যে রয়েছে একাধিক গুণ। এই পাতা অনেক রোগ থেকে মুক্তি দেয়। ব্লাড সুগার কমাতে সাহায্য করে এই নিমপাতা। মানুষের মুখের মধ্যে অনেক জীবাণু থাকে। সেখান থেকে হতে পারে একাধিক রোগ। নিমপাতা সেই জীবাণুর সঙ্গে লড়াই করে। ক্যানসারে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। নিমপাতা ক্যানসার কোষকে বাড়তে দেয় না।

নিমপাতার মধ্যে রয়েছে একাধিক গুণ। এই পাতা অনেক রোগ থেকে মুক্তি দেয়। ব্লাড সুগার কমাতে সাহায্য করে এই নিমপাতা। মানুষের মুখের মধ্যে অনেক জীবাণু থাকে। সেখান থেকে হতে পারে একাধিক রোগ। নিমপাতা সেই জীবাণুর সঙ্গে লড়াই করে। ক্যানসারে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। নিমপাতা ক্যানসার কোষকে বাড়তে দেয় না। অ্যান্টি অক্সিডেন্ট উপাদান থাকে নিমপাতার মধ্যে। এই উপাদানই ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ করে। অনেক মানুষই আলসার রোগে আক্রান্ত হন। এই রোগের জন্য দায়ী আমাদের অস্বাস্থ্যকর জীবনযাপন। এই রোগের কারণের জণ্য দায়ী এইচ পাইলোরি জীবাণু। আলসার থেকে মুক্তি পেতে খান নিমপাতা। খুশকির সমস্য়ায় অনেকেই দীর্ঘদিন ভোগেন। নিমপাতা খেলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। মুখে ব্রণের সমস্যা থাকলে, সেই সমস্যা কমায় নিমপাতা। নিমপাতা বেটে লাগান ব্রণর উপর। দেখবেন ব্রণর সমস্যা দূর হবে। মাথার স্ক্যাল্পে নিমপাতা বেটে লাগান,খুশকির সমস্যা কমবে।