Tulsi Benefits: হাজার রোগের একটাই ওষুধ

Tulsi Benefits: হাজার রোগের একটাই ওষুধ

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 02, 2023 | 4:03 PM

তুলসীর হাজারো গুন। দীর্ঘদিন ধরে বাড়িতে তুলসী মঞ্চে থাকা এই গাছের পাতা অনেক সমস্যার সহজ সমাধান। গ্যাস, অম্বলের সমস্যায় এই পাতা ব্যবহার করলে অন্ত্রের পি এইচ লেভেল ঠিক থাকে।

তুলসীর হাজারো গুন। দীর্ঘদিন ধরে বাড়িতে তুলসী মঞ্চে থাকা এই গাছের পাতা অনেক সমস্যার সহজ সমাধান। গ্যাস, অম্বলের সমস্যায় এই পাতা ব্যবহার করলে অন্ত্রের পি এইচ লেভেল ঠিক থাকে। সকালে কয়েকটি তুলসী পাতা খেলে স্ট্রেস কমে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে তুলসী। উচ্চ শর্করার রোগীরা খেলেই পারেন তুলসী পাতা। সর্দি, কাশি কিংবা ঘুসঘুসে জ্বরে বেশ কাজ দেয় তুলসী পাতার রস। বুকে জমে থাকা কফ তুলতে তুলসী ও মধুর মিশ্রণ অল্প গরম করে খেলে কাজ দেয়। ইমিউনিটি বাড়াতে দুর্দান্ত কার্যকর তুলসী মধু। তুলসীতে আছে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট। বিপাক ভাল করে এই সব অ্যান্টিঅক্সিডেন্ট। বিপাক ভাল হলে দেহের অতিরিক্ত মেদ ঝরে। তাই ওজন কমাতেও দারুণ কার্যকর তুলসী।