Skin Care Tips: ত্বক এতে চকচকে হবে

কর্মব্যস্ততার কারণে অনেকেই পার্লারে যেতে পারেন না। সকালে অফিস বেরিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। ততক্ষণে পার্লারের দরজায় তালা পড়ে গেছে। তবে কি তাঁরা মলিন মুখে থাকবেন? তাঁদের জন্য রয়েছে কিছু ঘরোয়া রূপটানের টিপস।

Skin Care Tips: ত্বক এতে চকচকে হবে
| Edited By: | Updated on: Nov 05, 2023 | 5:53 PM

কর্মব্যস্ততার কারণে অনেকেই পার্লারে যেতে পারেন না। সকালে অফিস বেরিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। ততক্ষণে পার্লারের দরজায় তালা পড়ে গেছে। তবে কি তাঁরা মলিন মুখে থাকবেন? তাঁদের জন্য রয়েছে কিছু ঘরোয়া রূপটানের টিপস। নারকেল তেলে মেশান অল্প চামচ কফি পাউডার। ভাল করে মিশিয়ে ফেস স্ক্রাব তৈরি করুন। ১ থেকে ২ মিনিট মুখে ম্যাসাজ করুন।

মুখের মৃত কোষ তোলে এই স্ক্রাব। ২ মিনিট পরে বরফ জলে ভেজানো তোয়ালে দিয়ে ভাল করে মুখ মুছে নিন। ছোটরাও ব্যবহার করতে পারে এই ফেসপ্যাক। মুখ উজ্জ্বল রাখতে ও দাগ ছোপ দূর করতে ব্যবহার করুন মুলতানি মাটির ফেসপ্যাক। মুলতানি মাটি, চন্দন গুঁড়ো, কফি, মধু ও লেবুর রস মিশিয়ে তৈরি করুন এই ফেসপ্যাক। মুখে লাগান এই ফেসপ্যাক। ৩০ মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন এই ফেসপ্যাক। উজ্জ্বল ত্বক পাবেন। দুর হবে দাগ ছোপ।

Follow Us: