AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kedarnath Helicopter Ride: কীভাবে কেদারনাথ যাবেন হেলিকপ্টারে?

Kedarnath Helicopter Ride: কীভাবে কেদারনাথ যাবেন হেলিকপ্টারে?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 01, 2023 | 1:50 PM

Share

প্রতি বছর কেদারনাথ দর্শন করার জন্য ভক্তরা ভিড় করেন এপ্রিল থেকে নভেম্বর মাসে। অনেকেই কেদারনাথ যাত্রা কষ্টকর বলে যেতে পারেন না। কিন্তু এবার হেলিকপ্টারেই যেতে পারবেন কেদারনাথ। হেলিকপ্টার বুক করতে যেতে হবে IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটে

কেদারনাথের বুকিং শুরু হয়েগেছে। দর্শনার্থীরা প্রত্যেক বছরই দর্শনার্থীরা ভিড় করেন কেদারনাথে। প্রতি বছর কেদারনাথ দর্শন করার জন্য ভক্তরা ভিড় করেন এপ্রিল থেকে নভেম্বর মাসে। অনেকেই কেদারনাথ যাত্রা কষ্টকর বলে যেতে পারেন না। কিন্তু এবার হেলিকপ্টারেই যেতে পারবেন কেদারনাথ। হেলিকপ্টার বুক করতে যেতে হবে IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হল http://heliyatra.irctc.co.in। আপনার নাম নথিভুক্ত করুন চারধাম যাত্রার জন্য। ভ্রমণ করার কমপক্ষে ৬ দিন আগে থেকে বুক করতে হবে হেলিকপ্টার। এই পোর্টালটি খোলা হয় ১২টা থেকে। প্রত্যেকের মাথা পিছু খরচ ৭,৭৪৪ টাকা গুপ্তকাশী থেকে কেদারনাথ ধাম যাওয়ার জন্য। সর্সী থেকে কেদারনাথে হেলিকপ্টার করে যাওয়ার মাথা পিছু খরচ ৫,৪৮৯ টাকা। অনেক সময় দেখা যায় কেদারনাথে বন্ধ হয়ে যায় হেলিকপ্টার পরিষেবা। হেলিকপ্টার পরিষেবা বকিং এর জন্য অনেক ভুয়ো ওয়েবসাইট দেখা যায়। সেই ভুয়ো ওয়েবসাইট থেকে সাবধান। ভুয়ো ওয়েবসাইটে বুক করলেই পস্তাতে হবে আপনাকে।