Lung Disease: দূষিত বাতাসের বিপদ
Health Tips: বায়ুদূষণ ও ধূমপান ফুসফুসের রোগের ঝুঁকি বাড়ায়। নিয়মিত ফুসফুসের স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি। ফুসফুসের পরীক্ষা ফুসফুসের অবস্থা ও জটিল রোগ নির্ণয় করে। ফুসফুসের পরীক্ষা কখন করবেন?
বায়ুদূষণ ও ধূমপান ফুসফুসের রোগের ঝুঁকি বাড়ায়। নিয়মিত ফুসফুসের স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি। ফুসফুসের পরীক্ষা ফুসফুসের অবস্থা ও জটিল রোগ নির্ণয় করে। ফুসফুসের পরীক্ষা কখন করবেন। তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি। একটু হাঁটলে শ্বাসকষ্ট। কাশতে গিয়ে বুকে ব্যথা। কাশির সঙ্গে রক্ত পড়া। ফুসফুসের পরীক্ষা হলে ফুসফুসের রোগের দ্রুত চিকিৎসা শুরু করা যায়।
ফুসফুসের জটিল রোগ প্রতিরোধ করা যায়। ফুসফুস ভাল রাখতে বায়ুদূষণ এড়িয়ে চলুন। ধূমপান ত্যাগ করুন। নিয়মিত ব্যায়াম করুন। স্বাস্থ্যকর খাবার খান। আপনার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে ফুসফুসের পরীক্ষা কখন করাবেন জেনে নিন. ফুসফুসের জটিল রোগ ক্রনিক ব্রঙ্কাইটিস ও ফুসফুস ক্যানসারেও সংক্রমণ ছড়িয়ে পড়ে ফুসফুসে সংক্রমণ হয়। সংক্রমণকে অনেকেই সাধারণ কফ বা সিওপিডি ভবে হালকা ভাবে নেন। আর এতেই ঘটে বিপত্তি।
Latest Videos