Bengali Singer Sidhu: গান ছেড়ে ডাক্তারিতে সিধু?
ডাক্তারি ছেড়ে সঙ্গীতকে বেছে নিয়েছেন অবলম্বন হিসেবে। এই হাসপাতালে এম এস রোগ নিয়ে সচেতনতা বাড়াতে সিধুর যোগদান। এনিষয়ের ওপর গান লিখেছে। এখনও সারিয়ে তোলা যায় না। আগে ওষুধের দাম ছিল অনেক। এখন অনেক কমে পাওয়া যায়।
আইএনকে। মল্লিক বাজার। নিউরো সায়েন্স। এখানেই এ এস রোগ নিয়ে আলোচনা। উপস্থিত প্রতিষ্ঠাতা চিকিৎসক এবং গেস্ট ডঃ সিদ্ধার্থ শঙ্কর রায়। এই ডাক্তারবাবুকে দেখে খটকা লাগলো। খুব চেনা লাগছে। আসলে গানের মঞ্চে দেখে অভ্যস্ত । কে জানে উনি নিজেই একজন চিকিৎসক। হ্যাঁ সিধু গায়ক তো বটেই। ডাক্তারি ছেড়ে সঙ্গীতকে বেছে নিয়েছেন অবলম্বন হিসেবে। এই হাসপাতালে এম এস রোগ নিয়ে সচেতনতা বাড়াতে সিধুর যোগদান। এনিষয়ের ওপর গান লিখেছে। এখনও সারিয়ে তোলা যায় না। আগে ওষুধের দাম ছিল অনেক। এখন অনেক কমে পাওয়া যায়। সব মিলিয়ে অবস্থা কিন্তু ফিরতে পারে একটু সচেতনতা এলে।
Latest Videos