Parineeti Chopra-Raghav Chadha wedding: বিয়ের মেন্যুতে কী-কী পদ, লিক সেই খবরও
Bollywood Gossip: দিল্লিতে দুই পরিবারের ক্রিকেটম্যাচের পর রাজস্থানের উদয়পুরের উদ্দেশে রওনা দিচ্ছেন পরিণীতি চোপড়া এবং তাঁর প্রেমিক আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। বিয়েতে থাকছে নানা আয়োজন। জানা গিয়েছে মেন্যু। নানা ধরনের পঞ্জাবি খাবারের পাশাপাশি বিয়েতে থাকছে রাজস্থানী খাবারও।
ভাইরাল জ্বরে সন্দীপ রায়
চেন্নাইয়ে ফেলুদা সিরিজ়ের পরবর্তী ছবি ‘নয়ন রহস্য’-এর শুটিং করতে গিয়ে হঠাৎই ভাইরাল জ্বরে আক্রান্ত পরিচালক সন্দীপ রায়। আপাতত শুটিং বন্ধ। বৃহস্পতিবার ফিরেছেন কলকাতায়। ডেঙ্গি-ম্যালেরিয়া পরীক্ষা করে কিছু পাওয়া যায়নি। ফিরেছে ছবির গোটা টিম। এভাবে গোটা ইউনিটকে ফিরতে হওয়ায় ফের চেন্নাইয়ে হবে শুটিং।
কেমন আছেন রুক্মিনী
বেশ কয়েকদিন ধরেই গায়ে জ্বর। শরীর ভাল ছিল না অভিনেত্রী রুক্মিনী মৈত্রর। কেমন আছেন এখন তিনি? সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়ে দিলেন অভিনেত্রী, চিন্তার কারণ নেই। ডেঙ্গু পরীক্ষা করা হলেও রিপোর্ট নেগেটিভই এসেছে। তবে জ্বর পুরোপুরি সারেনি। সুস্থ হয়ে উঠছেন তিনি।
জিৎকে শুভচ্ছা জানালেন দেব
কবে মুক্তি পাবে অভিনেতার জিতের পরবর্তী ছবি ‘মানুষ’? গত কয়েকমাস ধরেই প্রশ্ন ছিল ভক্তদের মনে। এবার মিলল উত্তর। জিতের আগামী ছবি ‘মানুষ’ মুক্তি পাবে ২৪ নভেম্বর। পোস্ট চোখে পড়তেই ‘মিস্টার বস’কে শুভেচ্ছা জানালেন অভিনেতা দেব।
১০০০ কোটিতে জওয়ান
১৪ দিনে ১০০০ কোটি। শাহরুখ খানই পারলেন। বলিউডের ঘুমিয়ে পড়া ভাগ্যে সোনার কাঠি ছোঁয়াতে তিনিই পারলেন। মাত্র দুই সপ্তাহেই ১০০০ কোটি ঘরে তুলল ‘জওয়ান’ ছবি। আর মাত্র ২৫ কোটি উঠে আসলেই তা ‘পাঠান’ ছবির রেকর্ড ভাঙবে। এখন দেখার কত কোটিতে গিয়ে শান্ত হয় ‘জওয়ার’-ঝড়।
নতুন করে কী শিখলেন করিনা?
২১ সেপ্টেম্বর জন্মদিন করিনা কাপুরের। OTT-তে মুক্তি পেল তাঁর নতুন ছবি ‘জানে জা’। করিনা জানিয়েছেন, সইফ আলি খানকে বিয়ে করার পর অনেককিছু পাল্টেছে তাঁর জীবনে। তাঁর মতে, তাঁর স্বামী সইফ দারুণ একজন অভিনেতা। কেরিয়ারে নতুন করে তাঁর থেকে শিখছেন অনেক কিছু।
পরিণীতি-রাঘবের বিয়ের মেন্যু কী?
দিল্লিতে দুই পরিবারের ক্রিকেটম্যাচের পর রাজস্থানের উদয়পুরের উদ্দেশে রওনা দিচ্ছেন পরিণীতি চোপড়া এবং তাঁর প্রেমিক আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। বিয়েতে থাকছে নানা আয়োজন। জানা গিয়েছে মেন্যু। নানা ধরনের পঞ্জাবি খাবারের পাশাপাশি বিয়েতে থাকছে রাজস্থানী খাবারও।
অরিজিৎ-বাদশা জুটি
মধ্যরাতে গায়ক অরিজিৎ সিং-এর বাড়িতে ব়্যাপার বাদশা। এসি গাড়িতে নয়, স্কুটারে করে অরিজিৎ-এর সঙ্গে ঘুরে দেখলেন জিয়াগঞ্জ। ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজ়েনদের প্রশ্ন, তবে কি যুগলবন্দি আসতে চলেছে দুই স্টারের?
পর্দায় ফিরছেন হিতেন-গৌরী
আট বছর পর পর্দায় ফিরছেন হিতেন তেজওয়ানি ও গৌরী জুটি। আসছে নতুন হিন্দি ধারাবাহিক ‘পশমিনা’। সেখানেই জুটি বাঁধবেন এই রিয়েল লাইফ জুটি। ১৭ বছরের বৈবাহিক জীবন, শুটিং সেটেই প্রেম। তাঁদের জুটি মানেই নস্ট্যালজিক, খবর প্রকাশ্যে আসতেই খুশির মেজাজে ভক্তরা।
প্রয়াত পর্দার দুবে
প্রয়াত অভিনেতা অখিল মিশ্র, ‘3 Idiots’-এর পর্দার দুবে। হায়দরাবাদে শুটিং-এ ব্যস্ত ছিলেন তিনি। সেখানেই রান্নাঘরে পিছলে পড়ে যান। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি, কয়েকঘণ্টার মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৬৭ বছর বয়সী অভিনেতা। সিনেপাড়ায় শোকের ছায়া।