FIFA World Cup 2022: বিশ্বকাপে যাঁরা হবেন নতুন তারা

FIFA World Cup 2022: বিশ্বকাপে যাঁরা হবেন নতুন তারা

TV9 Bangla Digital

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Updated on: Nov 18, 2022 | 7:55 PM

দেখে নেওয়া যাক সেই নবাগত ফুটবলারদের, যাঁরা হয়ে উঠতে পারেন এই বিশ্বকাপের চমক।

অপেক্ষার আর এক দিন। ২০২২ এর বিশ্বকাপে নজর কাড়তে পারে বেশ কিছু নবাগত ফুটবলার। যাদের মধ্য়ে অনেকেই ম্য়াচকে নিয়ে যেতে পারেন এক অন্য উচ্চতায়। আসুন দেখে নেওয়া যাক সেই নবাগত ফুটবলারদের, যাঁরা হয়ে উঠতে পারেন এই বিশ্বকাপের চমক।

জুলিয়ন বেলিঙ্গাম- ১৯ বছরের এই মিডফিল্ডার হতে পারেন ইংল্য়ান্ডের কোচ গ্য়ারি সাউথগেটের তুরুপের তাস।মাত্র ১৭বছর বয়সে তাঁর ইংল্য়ান্ড দলের হয়ে অভিষেক ।বর্তমানে বেলিঙ্গাম খেলছেন বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে। জার্মানির ক্লাব দলের হয়ে নিয়মিত গোল করছেন বেলিঙ্গাম।

ভিনিসিয়াস জুনিয়র- বর্তমান সময়ে দাঁড়িয়ে অন্য়তম সেরা লেফ্ট উইঙ্গার বছর বাইশের এই ব্রাজিলিয়ান। বর্তমানে খেলেন রিয়েল মাদ্রিদের হয়ে।চ্য়াম্পিয়ান্স লিগের ফাইনালে তাঁর গোলে রিয়েল মাদ্রিদ চ্য়াম্পিয়ান্স লিগে ১৪তম ট্রফি জেতে।

আনসু ফাতি- স্প্য়ানিশ ক্লাব বার্সেলোনার বছর বাইশের এই উইঙ্গার এখন বিশ্ব ফুটবলের বিস্ময় বালক হিসাবে পরিচিত।মাত্র ১৬ বছর বয়সে বার্সেলোনার হয়ে প্রথম গোল তার।২০২০ সাল থেকে স্পেনের জার্সি গায়ে চাপিয়েছেন। মাত্র ১৯ বছরের এই ফুটবলার ৪ টি ম্য়াচে খেলে ১টি গোল করেছেন।ফুটবল বিশ্বেষজ্ঞরা বলছেন তাঁর ভবিষ্য়ৎ উজ্জ্বল। জাতীয় দলের হয়ে প্রথম গোল করেই গড়লেন নজির। স্পেনের সর্বকনিষ্ঠ গোলদাতা হিসাবে নজির গড়েন ফাতি।

ক্রিশ্চিয়ান পুলিসিচ- ২৪ বছর বয়সি এই মার্কিন উইঙ্গারের অভিষেক ৬ বছর আগে হলেও ২০১৮ সালে বিশ্বকাপ খেলতে পারেননি। ২০২২ এ তার বিশ্বকাপ অভিষেক হবে। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে তার পারফরম্যান্স বেশ নজরকাড়া।আমেরিকার হয়েও তিনি ৫২ টি ম্য়াচে ২১ টি গোল করেছেন।

অরিঁয়ে চুয়ামনি- বছর ২২ এর এই ফরাসি ডিফেন্সিভ মিডফিল্ডার অন্য়তম আলোচিত ফুটবলার।গত মরশুমে এই ফরাসি ডিফেন্সিভ মিডফিল্ডার কে দলে নিতে রিয়েল মাদ্রিদ এবং লিভারপুলের মধ্যে টানাটানি চলে। শেষে রিয়েল মাদ্রিদই সই করান চুয়ামনিকে।তাঁর বুদ্ধিমত্তা,কৌশলগত সচেতনতা আলাদা করে দিয়েছে বাকিদের থেকে।

আলফানসো ডেভিস- বর্তমান সময়ের অন্য়তম সেরা লেফ্ট ব্য়াক এই কানাডিয়ান ফুটবলার।১৯৮৬ সালের পর কানাডা আবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিশ্বকাপে নজির গড়তে পারেন, আশা ফুটবল বিশেষজ্ঞদের।জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়েও তিনি বহু ট্রফি জিতেছেন।তিনি প্রথম কানাডিয়ান যিনি চ্য়াম্পিয়ান্স লিগ খেলেছেন।

জামাল মুসিয়ালা- ১৯ বছরের এই জার্মান ফুটবলারে অভিষেক হবে ২০২২ এর বিশ্বকাপে। তার প্রাক্তন কোচ হ্য়ান্সি ফ্লিক বর্তমানে জার্মানির কোচ হওয়াতে মুসিয়ালার সুযোগ মিলবে বলে আশা করছেন ফুটবলমহল বিশেষজ্ঞরা।

টাকাফুসো কুবো- বছর ২১ এর এই কিশোরকে বলা হয় জাপানের মেসি।তার অসামান্য় স্কিল, সঙ্গে চোখধাঁধানো ড্রিবলিং।রিয়েল মাদ্রিদে এবং বার্সেলোনাতে তাঁর স্কিলের হাতেখড়ি। কুবো এই বিশ্বকাপে এক উজ্জ্বল নাম।

নুনো মেন্ডেস- বছর ২০ এর এই পর্তুগিজ তারকা খেলেন পিএসজিতে। রোনাল্ডোর পাশে নজর কাড়তে পারেন নুনো। আশায় ফুটবলমহল।