Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hero Motocorp-Harley Davidson: হিরো-হার্লে যুগলবন্দীর আসছে নতুন বাইক!

Hero Motocorp-Harley Davidson: হিরো-হার্লে যুগলবন্দীর আসছে নতুন বাইক!

আসাদ মল্লিক

|

Updated on: May 31, 2023 | 1:58 PM

New Bike: হার্লে-ডেভিডসনের সঙ্গে হিরো মটোকর্প আনছে বাইক। এই ২টি সংস্থা বাইক লঞ্চ হবে জুলাইের ৪ তারিখ। বাইকটির নাম Harley Davidson X440।

হার্লে-ডেভিডসনের সঙ্গে হিরো মটোকর্প আনছে বাইক। এই ২টি সংস্থা বাইক লঞ্চ হবে জুলাইের ৪ তারিখ। বাইকটির নাম Harley Davidson X440। ভারত ছাড়াও অনেক দেশে এই বাইক আনা হবে । এই বাইক এলে টক্কর দেবে যেকোন বাইককে। এই বাইকের ডিজাইনে থাকতে পারে Nightstar। এই বাইকে থাকবে মাসকুলার ফুয়েল ট্যাংক। এই বাইকে থাকবে গোল হেডলাইট এবং চওড়া হ্যান্ডেলবার। এই বাইকে থাকবে ব্লুটুথ কানেক্টিভিটির সুযোগ। বাইকের পেছনে থাকবে LED টেললাইট। এই বাইকটি একদম নতুন লুকেই বাজারে আসবে বলে জানা যাচ্ছে । এই বাইকের ৪৪০ সিসি অয়েল কুল্ড ইঞ্জিন আছে। ৬টি গিয়ার আছে। এই বাইকে টর্ক আছে ৪০ এনএম। বাইকের সামনের চাকাতে ১৮ ইঞ্চি অ্যালয় হুইল দেওয়া হতে পারে। এই বাইকের দাম শুরু হতে পারে ২.৫ লাখ টাকা।