চিংড়িঘাটায় থমকে মেট্রোর কাজ, অসন্তুষ্ট হাইকোর্ট
Calcutta High Court: সব পক্ষকে আগামী বুধবার (১৭ ডিসেম্বর) বৈঠকে বসার নির্দেশ দিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। এদিন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে আগামী বুধবার মেট্রো ভবনে বৈঠক করতে হবে।
কলকাতা: মাসের পর মাস কাজ থমকে রয়েছে। চিংড়িঘাটায় মেট্রোর কাজ কবে শুরু হবে? এই নিয়ে অনেকদিন ধরেই প্রশ্ন উঠছে। রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সংসদেও সরব হয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। এবার সব পক্ষকে আগামী বুধবার (১৭ ডিসেম্বর) বৈঠকে বসার নির্দেশ দিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। এদিন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে আগামী বুধবার মেট্রো ভবনে বৈঠক করতে হবে। বিকেল ৫টায় হবে বৈঠক। রাজ্য, মেট্রো ও মামলার সঙ্গে সংযুক্ত সকল পক্ষ উপস্থিত থাকবে।
Published on: Dec 12, 2025 10:59 PM

