Vande Bharat Express: গতি বাড়াচ্ছে বন্দে ভারত

Vande Bharat Express: গতি বাড়াচ্ছে বন্দে ভারত

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 10, 2023 | 4:41 PM

বন্দে ভারতের সর্বোচ্চ গতিবেগ ১৮০ কিমি প্রতি ঘণ্টা। দেশের রেলওয়ে ট্র্যাকের অবস্থা অনুকূল না হওয়ায় বন্দে ভারত চলে প্রতি ঘণ্টায় ৮৩ কিমি স্পিডে। এবার বন্দে ভারতের গতি বৃদ্ধিতে নজর দিল ভারতীয় রেল। সেন্ট্রাল রেলের সিএসএমটি শিরডি বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে ১৩০ কিমি প্রতি ঘণ্টায়।

বন্দে ভারতের সর্বোচ্চ গতিবেগ ১৮০ কিমি প্রতি ঘণ্টা। দেশের রেলওয়ে ট্র্যাকের অবস্থা অনুকূল না হওয়ায় বন্দে ভারত চলে প্রতি ঘণ্টায় ৮৩ কিমি স্পিডে। এবার বন্দে ভারতের গতি বৃদ্ধিতে নজর দিল ভারতীয় রেল। সেন্ট্রাল রেলের সিএসএমটি শিরডি বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে ১৩০ কিমি প্রতি ঘণ্টায়। এতে যাত্রার সময় কমে যাবে ৩০ মিনিট। গতি বৃদ্ধির জন্য ইগতপুরি মনমাদ সেকশনে ট্র্যাকের কাজ চলছে। এতে ইগতপুরি ভুসাওয়াল সেকশনে অন্য সব ট্রেনের রানিং টাইমও ৩০ মিনিট কমে যাবে। আইসিএফ চেন্নাই ও আরডিএসওর যৌথ উদ্যোগে তৈরি বন্দে ভারত সেমি হআই স্পিড মাল্টিপল ইউনিট ট্রেন। ২২২২৩ মুম্বই শিরিডি বন্দে ভারত এক্সপ্রেস ৩৪৩ কিলোমিটার পাড়ি দেয় ৫ ঘণ্টা ২০ মিনিটে। এই যাত্রাপথে আছে ৫টি স্টেশন। থানে, কল্যাণ ও নাসিক রোডে থামে এই বন্দে ভারত এক্সপ্রেস। সকাল ৬টা ২০তে মুম্বই থেকে ছেড়ে সাড়ে ১১টায় শিরিডি পৌঁছয় এই ট্রেন। বিকেল ৫টা ২৫এ সাইনগর শিরিডি ছেড়ে ১০টা ৫০এ মুম্বইয়ে পৌঁছয় এই ট্রেন।

Published on: Sep 10, 2023 04:40 PM