AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Titagarh Wagons Limited: বাংলার সংস্থার শেয়ার ১ বছরে বেড়েছে ২৩৫%

Titagarh Wagons Limited: বাংলার সংস্থার শেয়ার ১ বছরে বেড়েছে ২৩৫%

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 15, 2023 | 3:26 PM

Share

শেষ ক'সপ্তাহে লাফিয়ে বেড়েছে রেলের আরভিএনএলের শেয়ারের দাম। ১৯ এপ্রিল আরভিএনএলের যে শেয়ারের দাম ছিল ৭৪টাকা। বর্তমানে তার দাম হয়েছে ১২৬ টাকা। বড় চমক দেখাচ্ছে টিটাগড় ওয়াগন লিমিটেডের শেয়ার। গত এক বছরে টিটাগড় ওয়াগন লিমিটেডের শেয়ার বেড়েছে ২৩৫% ।

শেষ ক’সপ্তাহে লাফিয়ে বেড়েছে রেলের আরভিএনএলের শেয়ারের দাম। ১৯ এপ্রিল আরভিএনএলের যে শেয়ারের দাম ছিল ৭৪টাকা। বর্তমানে তার দাম হয়েছে ১২৬ টাকা। বড় চমক দেখাচ্ছে টিটাগড় ওয়াগন লিমিটেডের শেয়ার। গত এক বছরে টিটাগড় ওয়াগন লিমিটেডের শেয়ার বেড়েছে ২৩৫% । ৫মে ২০২২ টিটাগড় ওয়াগন লিমিটেডের একটি শেয়ারের দাম ছিল ১০২.১ টাকা। ৬ মে ২০২৩ সেই শেয়ারের দাম বেড়ে হয়েছে ৩৪৩.৬ টাকা। অর্থাৎ কেউ এই শেয়ারে ১ লক্ষ বিনিয়োগ করলে এখন তিনি ৩.৩৬ লক্ষের মালিক। টিটাগড় ওয়াগন লিমিটেড তৈরি করে রেলের বিশেষ ওয়াগন, নানারকম যন্ত্রাংশ ও ট্রেন তৈরির সরঞ্জাম। বর্তমানে এই সংস্থা কনফিগারেশন স্টিল, এসজি আয়রন, মাইনিং ইকুপমেন্ট, ও ঢালাই তৈরির বড় বরাত পেয়েছে। কাজের পরিধি ও কাজের বরাত বাড়ছে টিটাগড় ওয়াগন লিমিটেডের। এই জন্য সংস্থাটির শেয়ারে ঊর্ধ্বগতি বলে মত ওয়াকিবহাল মহলের। রেল বিকাশ নিগম লিমিটেডের হাতে নতুন তিনটি প্রজেক্ট। চেন্নাই মেট্রো রেল লিমিটেড ফেজ টুর ৩ টি আন্ডারগ্রাউন্ড প্যাকেজের কাজ পেয়েছে আরভিএনএল। তাই সংস্থাটির শেয়ারের দাম হু হু করে বেড়েছে।