AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hindu Temple Outside India: বিদেশে হিন্দু মন্দির

Hindu Temple Outside India: বিদেশে হিন্দু মন্দির

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 23, 2023 | 4:54 PM

Share

জর্জিয়া অক্টোবর মাসকে হিন্দু হেরিটেজ মান্থ হিসাবে ঘোষণা করেছে। এই ভিডিয়োয় দেখে নিন ভারতের বাইরে বেশ কিছু হিন্দু মন্দির। ১২ শতকে কম্বোডিয়ায় তৈরি হয় আঙ্কোর ভাট মন্দির। এই বিষ্ণু মন্দিরটি তৈরি করেন রাজা দ্বিতীয় সূর্যবর্মন।

জর্জিয়া অক্টোবর মাসকে হিন্দু হেরিটেজ মান্থ হিসাবে ঘোষণা করেছে। এই ভিডিয়োয় দেখে নিন ভারতের বাইরে বেশ কিছু হিন্দু মন্দির। ১২ শতকে কম্বোডিয়ায় তৈরি হয় আঙ্কোর ভাট মন্দির। এই বিষ্ণু মন্দিরটি তৈরি করেন রাজা ২য় সূর্যবর্মন। স্থাপত্যের অনবদ্য কীর্তি এই আঙ্কোর ভাট। এই মন্দিরের সংস্কারে অর্থ বরাদ্দ করছে কেন্দ্র সরকার।

 

বিশ্বের সবচেয়ে বড় বিষ্ণু মন্দির এটি। ইন্দোনেশিয়ার প্রম্বাননে মন্দিরে আছে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মূর্তি। ৯ম শতাব্দীতে এই দেবালয় তৈরি করেন মাতারাম রাজবংশের রাজারা। মার্কিন মুলকের নিউ জার্সিতে স্বামীনারায়ণ মন্দির। এই মন্দিরে আছে স্থাপত্য কীর্তির সব দুর্দান্ত নিদর্শন। অপেক্ষাকৃত নতুন এই মন্দির। থাইল্যান্ডের প্রসাত হিন ফিমাই দেবাদিদেব মহাদেবের মন্দির । ১১ থেকে ১২ শতকে এই মন্দির নির্মিত হয়। খেমার রাজবংশের রাজারা তৈরি করেন অনবদ্য স্থাপত্যের এই মন্দিরটি।

 

সমুদ্রের মাঝে ইন্দোনেশিয়ার তানাহ লট মন্দির। বালির দক্ষিণ-পশ্চিমে প্রবাসী হিন্দুদের উপাসনার স্থল এটি। ভারত মহাসাগরে জেগে থাকা পাথরের ওপর তৈরি হয়েছে এই হিন্দু মন্দিরটি। মালয়েশিয়ার বাটু গুহার মধ্যে রয়েছে বাটু কেভ টেম্পল। ৪০ কোটি বছরের প্রাচীন এই গুহা। দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী কে থাম্বুস্বামী পিল্লাই প্রতিষ্ঠা করেন এই মন্দির। কুয়ালালামপুর থেকে দূরত্ব ১৩ কিলোমিটার। চুনাপাথরের গুহার ভিতর মন্দিরে উপাসিত হন দক্ষিণ ভারতীয় মুরুগন। নেপালের পশুপতিনাথ মন্দির ভারতের বাইরে জাগ্রত হিন্দু মন্দির। ফিজির সুব্রহ্মণ্য মন্দিরও বেশ জনপ্রিয়।