Hindu Woman Candidate Of Pakistan: কে এই মহিলা?

Hindu Woman Candidate Of Pakistan: কে এই মহিলা?

rahul Sadhukhan

|

Updated on: Dec 27, 2023 | 4:03 PM

প্রথম হিন্দু মহিলা হিসেবে পাকিস্তানে ভোটে দাঁড়াচ্ছেন তিনি। পেশায় তিনি চিকিৎসক। কে এই সাভেরা?

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন। এবার সেই নির্বাচনে মনোনয়ন পেশ করলেন হিন্দু মহিলা সাভেরা প্রকাশ। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের জেলার পিকে-২৫ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনও হিন্দু মহিলা প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বাভাবিকভাবেই এখন পাক-রাজনীতির আলোচনার কেন্দ্রে সাভেরা। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল, পাকিস্তান পিপলস পার্টির প্রার্থী হয়েছেন তিনি।

 

জয়ের ব্যাপারে আশাবাদী ৩৫ বছর বয়সি এই চিকিৎসক। সাভিরার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত হঠাৎ করে নয়। কলেজে পড়ার সময় থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। ২০২২ সালে আবতাবাদ ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে স্নাতক পাশ করার পরই সাভেরা পিপিপি-র বুনের জেলার মহিলা শাখার সাধারণ সম্পাদক হন। প্রথম থেকেই তিনি মহিলাদের উন্নয়ন, নিরাপত্তা ও অধিকারের বিষয়ে সোচ্চার দিয়েছেন। নির্বাচনে জয়ী হলে মহিলাদের অধিকার রক্ষা ও সামগ্রিক উন্নয়নের উপরই তিনি বিশেষ জোর দেবেন বলে জানিয়েছেন সাভেরা। তিনি হিন্দু হলেও মুসলিম সম্প্রদায়ের মধ্যেও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে সাভেরার। ফলে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।