FIFA World Cup: খোয়া গেল জুলে রিমে ট্রফি! চারিদিকে হইচই
১৯৬৬ সালে জুলে রিমে ট্রফি চুরি হয়ে যায়! সেবার উদ্ধার হলেও কয়েকবছর পর পর ফের খোয়া যায় ট্রফি। তারপর...
আর কয়েকদিন বাদেই শুরু ফুটবলের মহারণ। সোনালি কাপের জন্য লড়াই করবে ৩২টি দেশ। লড়াই হবে ধুন্ধুমার, তা বলার অপেক্ষা রাখে না। যে ট্রফির জন্য লড়াইয়ে নামবে বিশ্বের তাবড় তাবড় ফুটবল দেশ, তার ইতিহাস নিয়ে আজকের প্রতিবেদন। বিশ্বকাপের শুরুতে যার নাম ছিল জুলে রিমে ট্রফি। ১৯৬৬ সালে যে ট্রফি চুরি হয়ে যায়! উদ্ধারের পর ফের খোয়া যায় ট্রফি। এরপর আসে ঝকঝকে সোনালি ট্রফি। যা বর্তমান বিশ্বকাপজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। ফুটবল বিশ্বকাপ ট্রফির ইতিহাস জেনে নিন এক ক্লিকে।
Latest Videos