Age of Our Moon: এতদিন জানতেন চাঁদের ভুল বয়স

Age of Our Moon: এতদিন জানতেন চাঁদের ভুল বয়স

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 12, 2023 | 2:24 PM

ভুল প্রমানিত হল এতদিন জানা চাঁদের বয়স। আগে মূল্যায়ন করা হয় চাঁদের বয়স ৪.৪২ বিলিয়ন বছর। তবে নতুন গবেষণা বলছে চাঁদের আসল বয়স তার পূর্ব গণনা করা বয়সের তুলনায় ৪ কোটি বছর বেশি। এবিষয়ে গবেষণা প্রকাশিত হয়েছে জিওকেমিক্যাল পারস্পেকটিভ লেটারস জার্নালে।

ভুল প্রমানিত হল এতদিন জানা চাঁদের বয়স। আগে মূল্যায়ন করা হয় চাঁদের বয়স ৪.৪২ বিলিয়ন বছর। তবে নতুন গবেষণা বলছে চাঁদের আসল বয়স তার পূর্ব গণনা করা বয়সের তুলনায় ৪ কোটি বছর বেশি। এবিষয়ে গবেষণা প্রকাশিত হয়েছে জিওকেমিক্যাল পারস্পেকটিভ লেটারস জার্নালে। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১৯৭০ এ অ্যাপেলো মিশনে আনা পাথর পরীক্ষা করেন।

অ্যাটম প্রোব টমোগ্রাফির সাহায্যে লেজার দিয়ে পাথরের পরমাণু বাষ্পীভূত করে পরীক্ষা করা হয়। চাঁদের বয়স জানলে পৃথিবীর বিকাশ ও চাঁদের ইতিহাস জানা যাবে। পৃথিবীর ওপরে চাঁদের প্রভাব ও সেই সংক্রান্ত তথ্য বিশ্ববাসীর কাজে লাগবে মত গবেষকদের। গবেষণাটির লেখক ডঃ জেনিকা গ্রিয়ার। গবেষণাটির সহ লেখক শিকাগো বিশ্ববিদ্যালয়ের ফিলিপ হেক। তার মতে চাঁদ বিহীন পৃথিবী অনেকটাই আলাদা হবে। তাই চাঁদ সম্বন্ধে মানুষের জানা প্রয়োজন।