Hop Shoots Price: এই সবজির দাম ৮৫ হাজার টাকা!
বাজারে আনাজের দাম প্রতিদিন বেড়েই চলেছে। কিন্তু তা বলে একটা আনাজের দাম কত হতে পারে বলুন তো? এই আনাজের দাম শুনলে আপনি অবাক হবেন। এক কেজি হপ শুট কিনতে আপনার খরচ হবে ৮৫ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা!
বাজারে আনাজের দাম প্রতিদিন বেড়েই চলেছে। কিন্তু তা বলে একটা আনাজের দাম কত হতে পারে বলুন তো? এই আনাজের দাম শুনলে আপনি অবাক হবেন। এক কেজি হপ শুট কিনতে আপনার খরচ হবে ৮৫ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা! অ্যালকোহলযুক্ত পানীয় তৈরি করতে এই গাছের ফুল ব্যবহার করা হয়। বিয়ার তৈরিতে কাজে এই হপ কাজে লাগে। এই হপ শুটের উপকার জেনে নিন। এটি ত্বকের চিকিত্সার কাজে ব্যবহার করা হয়। হপ শুট চুল পড়া কমাতে সাহায্য করে। শরীরের ব্যথা কমাতে এই হপ শুট ব্যবহার করা হয়। হজমের ওপর ভাল প্রভাব ফেলে এই হপ শুট। মহিলাদের পিরিয়ড চলাকালীন যন্ত্রণা কমাতে সাহায্য করে। পেশিতে টান কমাতেও সাহায্য করে এই হপ শুট।
Latest Videos
ফিল্মি প্রেমকাহিনী, তিন সন্তান, সবই ঠিক ছিল, তাই বলে স্ত্রীর কাকাকেই..
রাজ্যের শিক্ষামন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা জানেন?
যাঁকে গ্যারান্টার বললেন, সেই গ্যারান্টি দিলেন না: কুণাল
'মৃত' সোমেশ্বরকে দেখতে ভিড়! বৃদ্ধ বললেন 'আমি শ্মশানে যাচ্ছি'

