অনেকে এমন স্পিডে গাড়ি চালান যে, তিনি নিজের সঙ্গে সঙ্গে অন্য়দেরও বিপদ ডেকে আনেন। সোশ্য়াল মিডিয়ায় এমনই একটি মর্মান্তিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে,একজন ব্যক্তি স্পোর্টস বাইক নিয়ে খুব স্পিডে যাচ্ছেন। তখনই এক ব্য়ক্তি রাস্তা পার করছিলেন। বাইকটি বিশাল জোরে ধাক্কা মারে সেই ব্য়ক্তিটিকে। তিনি উল্টে পড়েন রাস্তায়। আর দু’জন বাইক যাত্রী দূরে ছিটকে পড়েন। বাইক চালকের ভুলের জন্য় পায়ে হেঁটে যাওয়া ব্যক্তিটি ভয়ানক দুর্ঘটনার শিকার হল। তাই বাইক চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। আপনার একটি ছোট ভুল অন্য় কারর জীবন ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। এই ভিডিয়োটি denialroy1 নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি ৮৯ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন,’রাস্তায় অনেককেই এভাবে গাড়ি চালাতে দেখা যায়’। আরও এক ব্য়ক্তি কমেন্টে লিখেছেন,’দেখেই মনে হচ্ছে, বাইকটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে’।