Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhanu Bandyopadhaya: কীভাবে শান্তিপুরের অনুপম সরকার হয়ে উঠলেন ভক্ত ভানু?

Bhanu Bandyopadhaya: কীভাবে শান্তিপুরের অনুপম সরকার হয়ে উঠলেন ভক্ত ভানু?

TV9 Bangla Digital

| Edited By: উত্‍সা হাজরা

Updated on: Aug 26, 2021 | 6:54 PM

শতবর্ষ পার হয়ে যাওয়ার পরও আজ টেলিভিশন স্ক্রিনে ভানু বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখলে বাঙালি হেসে কুটোপুটি, নস্টালজিক। আজ ভানু বন্দ্যোপাধ্যায় ১০১।

১৯২০-র ২৬ অগস্ট ঢাকার বিক্রমপুরে জন্ম হয় সাম্যময় বন্দ্যোপাধ্যায়ের। সাম্যময় থেকে বাংলা সাদাকালো ছায়াছবির রঙিন অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় হয়ে ওঠার গল্প সিনেমার থেকে কোনও অংশে কম নয়। শতবর্ষ পার হয়ে যাওয়ার পরও আজ টেলিভিশন স্ক্রিনে ভানু বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখলে বাঙালি হেসে কুটোপুটি, নস্টালজিক। আজ ভানু বন্দ্যোপাধ্যায় ১০১। আজ আমরা দেখব একজনের গল্প, যিনি ভানুবাবুর কণ্ঠস্বর অনুকরণ করে ক্রমশ তাঁকে বসিয়ে নিয়েছেন হৃদয়ে, পূজার আসনে। শান্তিপুরের অনুপম সরকার অনুরাগীদের কাছে ভক্ত ভানু। শান্তিপুরের অনুপম সরকার আজকের ওয়াইটুকে প্রজন্মের মানুষ। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে একাধিকবার গড়েছেন কীর্তি। তাঁর এই প্রাপ্তিতে গর্বিত হয়েছে বাংলা। তবুও কেন তাঁকে আকর্ষণ করলেন ভানু বন্দ্যোপাধ্যায়? ভানু বন্দ্যোপাধ্যায়ের বাচনশৈলী আর ম্যানারিজমকে জীবনের ধ্রুবতারা করে অনুপম সাফল্যের সঙ্গে কাজ করেছেন শহরের বিভিন্ন রেডিয়ো স্টেশন আর টেলিভিশন চ্যানেলে। তাঁর কাছে ভানু বন্দ্যোপাধ্যায় একটা অনন্ত সাগর।

Published on: Aug 26, 2021 06:52 PM