Actress Death: মেয়েকে নিয়ে আদুরে পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই সব শেষ!
Death News: মেয়েকে নিয়ে করেছিলেন এক আদুরে পোস্ট। লিখেছিলেন, ‘আমার সোনা বাচ্চা’। এর কিছুক্ষণের মধ্যেই যে ঘটতে চলেছে অঘটন, তা হয়তো ভাবতেও পারেননি তাঁর অনুরাগীরা। তাঁর অর্থাৎ অভিনেত্রী অপর্ণা নায়ারের। মালায়ালাম ধারাবাহিক জগতে পরিচিত নাম ছিলেন অপর্ণা। বয়স হয়েছিল ৩৩ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কর্ণাটকের করমনায় নিজের বাড়ি থেকেই দেহ উদ্ধার হয়েছে ওই অভিনেত্রীর। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
বিপাকে যশের ছবি
হিন্দি ছবির দুনিয়ায় পা রেখেছেন যশ দাশগুপ্ত। তাঁর ছবি ‘ইয়ারিয়ান ২’ মুক্তি পাবে আর কিছু দিনের মধ্যেই। তবে এরই মধ্যে বিপাকে ছবির ভবিষ্যৎ। এই নিয়ে দ্বিতীয় বার এফআইআর দায়ের হল টিম ‘ইয়ারিয়ান’-এর বিরুদ্ধে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে SGPC ওরফে শিরোমণী গুরুদদ্বার পরভন্ডক নামক একটি সংস্থা। ভারতীয় দন্ডবিধির ২৯৫- এ ধারায় ছবিটির প্রযোজক ভূষণ কুমার, পরিচালক রাধিকা রাও, বিনয় সাপ্রু ও অভিনেতা মিজান জাফরির বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।
ঋদ্ধিমার সাধ
মা নেই তাঁর, বছর দু’য়েক হল ঋদ্ধিমা ঘোষকে ছেড়ে তিনি চলে গিয়েছেন না ফেরার দেশে। এই মুহূর্তে নিজেই মা হতে চলেছেন ঋদ্ধিমা। নতুন অতিথিকে স্বাগত জানানোর সময় ক্রমশ এগিয়ে আসছে। মা নেই তাতে কী? চক্রবর্তী পরিবার এই গোটা সময়টা আগলে রেখেছেন তাঁকে। সেই মতোই ধুমধাম করে অনুষ্ঠিত হল ঋদ্ধিমার সাধের অনুষ্ঠান। পছন্দের খাবার দিয়ে সাজানো হল তাঁর পাত। তাঁকে আগলে রেখেছিলেন অভিনেত্রীর জীবনের প্রধান তিন পুরুষ। শ্বশুরমশাই সব্যসাচী চক্রবর্তী। তাঁর নিজের বাবা ও স্বামী গৌরব চক্রবর্তী।
শ্রীময়ীর স্বীকারোক্তি
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিশেষ বন্ধুত্বের কথা কে না জানেন? সম্প্রতি কাঞ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আবেগমাখা এক পোস্ট ক্রলেন শ্রীময়ী। পুরনো ছবি শেয়ার করে তিনি লিখলেন, “আমাদের বন্ধুত্বের ১১ বছর পূর্ণ হল আজ, আজ এই বিশেষ দিনে একটাই কথা বলতে চাই আমাদের এই বন্ধুত্বের সম্পর্কের বন্ধন যেন অটুট থাকে।”
নতুন ধারাবাহিকে রাজদীপ-জ্যাসমিন
‘পঞ্চমী’ ধারাবাহিকে শেষ দেখা গিয়েছিল রাজদীপ গুপ্তকে। আবারও ধারাবাহিকে ফিরছেন তিনি। শোনা যাচ্ছে, জ্যাসমিন রায়ের সঙ্গে সান বাংলার এক ধারাবাহিকে দেখা যাবে তাঁকে।
অস্ত্রোপচার ‘পটল কুমার’-এর
জটিল অস্ত্রোপচার সম্পন্ন হল হিয়া দে ওরফে ‘পটলকুমার’-র। ইউরেথ্রার উপর ১৪ সেন্টিমিটারের এক টিউমার হয়েছিল তাঁর, পরিবার সূত্রে জানা গিয়েছে এমনটাই। যদিও অস্ত্রোপচারের পর এখন ভাল আছেন তিনি।
‘ক্ষুদিরাম’ সামিউল
‘আবার প্রলয়’ সিরিজে সামিউল আলমকে দেখা গিয়েছিল সায়নী ঘোষের ভাইয়ের চরিত্রে। হুজ্জা দলের অন্যতম পান্ডা ছিলেন তিনি। সেই সামিউলই এখন ক্ষুদিরাম। অরুণ রায় পরিচালিত ‘বাঘাযতীন’-এ তাঁকে দেখা যাবে ওই চরিত্রে।
অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
মেয়েকে নিয়ে করেছিলেন এক আদুরে পোস্ট। লিখেছিলেন, ‘আমার সোনা বাচ্চা’। এর কিছুক্ষণের মধ্যেই যে ঘটতে চলেছে অঘটন, তা হয়তো ভাবতেও পারেননি তাঁর অনুরাগীরা। তাঁর অর্থাৎ অভিনেত্রী অপর্ণা নায়ারের। মালায়ালাম ধারাবাহিক জগতে পরিচিত নাম ছিলেন অপর্ণা। বয়স হয়েছিল ৩৩ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কর্ণাটকের করমনায় নিজের বাড়ি থেকেই দেহ উদ্ধার হয়েছে ওই অভিনেত্রীর। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
বিস্ফোরক কৈলাস
সুফি গানে তাঁকে টেক্কা দেওয়ার লোক খুবই কম। ‘সাইয়া’ থেকে শুরু করে ‘তেরি দিওয়ানি’ কৈলাস খের মানেই আলাদা কিছু। এ হেন কৈলাসের সঙ্গেও ঘটে এমন কিছু ঘটনা, যা মনে করে আজও খারাপ লাগে তাঁর। বড় বড় নামজাদা মানুষও এমন কাজ করতে পারেন! এ যেন কিছুতেই বিশ্বাস হয় না কৈলাসের।সম্প্রতি এক সাক্ষাৎকারে কৈলাস জানিয়েছেন, শাহরুখের খানের সুপারহিট ছবি ‘চলতে চলতে’তে গান গাইয়েও বাদ দেওয়া হয় তাঁকে। যদিও তাঁকে একবারও এই কথা জানানো হয়নি। সবটা পরিস্কার হয় ছবি মুক্তির পর।
একসঙ্গে তিনজনে
আরবসাগরের তীরে মায়ানগরীর এক হাই প্রোফাইল অনুষ্ঠানে হাজির হয়েছিলেন করিনা কাপুর খান, কিয়ারা আডবাণী ও সুহানা খান। পাপারাৎজির নজর ছিল যদিও সুহানার দিকেই। তাঁর কথা বলা থেকে শুরু করে আদবকায়দা– ক্যামেরাবন্দি থেকে কিছুই বাদ দিল না মুম্বইয়ের প্যাপসরা। হাজার হোক, শাহরুখ কন্যা বলে কথা।
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার

