Jawan Movies: বাংলায় কেমন বিক্রি হচ্ছে ‘জওয়ান’ ছবির টিকিট?
আর মাত্র পাঁচ দিনের অপেক্ষা, এরই মাঝে ৪ লাখ টিকিট বিক্রি থেকে 'জওয়ান'-এর ঘরে উঠে এসেছে ১৪ কোটি টাকা। প্রথমদিনই শাহরুখ খানের ছবি ঘরে তুলতে পারে মোটা টাকা, 'গদর ২' ও 'পাঠান' ছবির রেকর্ড ভাঙার ইঙ্গিত এবার বলিউড বক্স অফিসে। এখন দেখার মোট কত কোটিতে গ্র্যান্ড ওপেনিং হয় 'জওয়ান' ছবির?
কেমন আছেন দেব?
উত্তরবঙ্গে ‘প্রধান’ ছবির শুটিং করতে গিয়েছেন দেব ও তাঁর টিম। সেখানে গিয়েই জ্বরে পড়েন দেব। তবে এখন তিনি সুস্থই রয়েছেন। ভাইরাল জ্বর হয়েছিল, তা নিয়েই কাজ চালিয়েছেন বলে জানালেন ছবির অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু।
সহজ সমীকরণ
ভালবেসে একে অপরের সঙ্গে ঘর বেঁধেছিলেন প্রিয়াঙ্কা সরকার ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তবে সেই পথ চলা একটা সময়ের পর থামলেও এবার শুরু হল দ্বিতীয় ইনিংস। ছেলে সহজের জন্যই আবারও ঘর বাঁধলেন জুটি। থাকছেন এখন একসঙ্গেই।
আলিয়া-অনুরাগ
সাম্প্রতিক কালে যে সব নায়িকা রয়েছেন তাঁদের মধ্যে আলিয়া ভাটকে বেশি পছন্দ অনুরাগ কাশ্যপের। আলিয়ার অভিনয়ও তাঁর ভাল লাগে। তবু কেন নিজের ছবিতে আলিয়াকে নিতে পারেন না অনুরাগ? তাঁর কথায়, কাউকে ছবির জন্য রাজি করাতে তাঁর পিছনে পিছনে ঘুরতে পারব না। তাঁকে জোর করতেই পারবেন না। তবে কী বাঁকা কথায় আলিয়াকে তোপ দাগলেন অনুরাগ?
‘জওয়ান’ ঝড়
আর মাত্র পাঁচ দিনের অপেক্ষা, এরই মাঝে ৪ লাখ টিকিট বিক্রি থেকে ‘জওয়ান’-এর ঘরে উঠে এসেছে ১৪ কোটি টাকা। প্রথমদিনই শাহরুখ খানের ছবি ঘরে তুলতে পারে মোটা টাকা, ‘গদর ২’ ও ‘পাঠান’ ছবির রেকর্ড ভাঙার ইঙ্গিত এবার বলিউড বক্স অফিসে। এখন দেখার মোট কত কোটিতে গ্র্যান্ড ওপেনিং হয় ‘জওয়ান’ ছবির?
‘গদর ২’ পার্টি
বক্স অফিসে ‘গদর ২’ ঝড়। ছবির সাফল্য সেলিব্রেট করতে এবার সাকসেস পার্টির আয়োজন। সেখানেই গৌরী খানের হাত ধরে উপস্থিত হলেন শাহরুখ খান। চোখে হারাচ্ছিলেন স্ত্রীকে। একাধিকবার তাঁর ও গৌরীর চোখাচোখি লেন্সবন্দি হল পাপারাৎজিদের।
জল্পনায় কিয়ারা
শোনা গিয়েছিল, কিয়ারা আডবাণী থাকতে চলেছেন ‘ডন ৩’ ছবিতে। এবার সেই জল্পনাই কি সত্যি হতে চলেছে? সম্প্রতি বারবার কিয়ারাকে পরিচালক ফারহান আখতারের বাড়িতে যাতায়াত করতে দেখা যাচ্ছে। তারপরই ডন ৩ ছবির খবর আবারও চর্চার কেন্দ্রে জায়গা করে নেয়।
সারা কার্তিক সমীকরণ
‘গদর ২’ সাকসেস পার্টিতে আরও একবার মুখোমুখি হলেন অভিনেত্রী সারা আলি খান ও কার্তিক আরিয়ান। বিচ্ছেদের পর আবারও মুখোমুখি জুটি। যদিও দেখা মাত্রই এড়িয়ে গেলেন না। বরং তাঁরা একে অন্যকে জড়িয়ে ধরেই মেটালেন সাক্ষাৎ পর্ব।
হৃত্বিক-সাবা রোম্যান্স
হটলুকে ছবি পোস্ট করলেন হৃত্বিক রোশন। এইট প্যাকে ঘুম উড়ল মহিলা ভক্তদের। এই ছবিতে নজর আটকাল হৃত্বিক প্রেমিকা সাবা আজাদেরও। কমেন্ট বক্সে তিনি লিখলেন, ‘বাইসেপ, ফায়ার আর হার্ট ইমোজি’। লাইক করতে ভুললেন না হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজন খান।
রাখির নয়া নিয়ম
সদ্য মক্কা-মদিনা থেকে উমরাহ সেরে ফিরলেন রাখি সাওয়ান্ত। সেখান থেকে ফিরেই নিজেকে পাল্টে ফেললেন তিনি, আবেদন জানিয়েছিলেন তাঁকে যেন ফাতিমা বলে ডাকা হয়। আর এবার বললেন, ”আমি মক্কা থেকে পবিত্র হয়ে ফিরেছি, আমায় কোনও পুরুষ স্পর্শ করবেন না”।