AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR: সকাল থেকে রাত BLO-র ডিউটি! স্কুলের বাচ্চাদের জন্য তাও কী করছেন এরা, দেখুন

SIR: সকাল থেকে রাত BLO-র ডিউটি! স্কুলের বাচ্চাদের জন্য তাও কী করছেন এরা, দেখুন

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Nov 16, 2025 | 1:38 PM

Share

SIR Enumeration Form: মেদিনীপুরের ১৭৮ নম্বর বুথের বিএলও সৌম্যজিৎ মাইতি সকালে কোনওমতে ডাল-ভাত খেয়ে সাড়ে ৭টার মধ্যে বেরিয়ে পড়ছেন বাড়ি থেকে। তিনি শিক্ষক। নির্বাচন কমিশনের কাজের জন্য পড়ুয়াদের ভবিষ্যৎ তো অন্ধকারে ঠেলে দিতে পারেন না, তাই সকালে ১-২ ঘণ্টা বিএলও-র কাজ করে চলে যান স্কুলে।

গলায় ঝুলছে নির্বাচন কমিশনের দেওয়া আই কার্ড। সকাল থেকে বেরিয়ে ঘুরছেন বাড়ি বাড়ি। জিজ্ঞাসা করছেন, এসআইআরের এনুমারেশন ফর্ম ফিল-আপ হয়েছে? দিন-রাত এভাবেই কাটছে বাঁকুড়ার ৭ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর বুথের বিএলও দেবব্রত চন্দের। ফর্মে যদি কোনও ভুল থাকে, তাহলে তা ঠিক করে দিচ্ছেন।

অন্যদিকে আবার মেদিনীপুরের ১৭৮ নম্বর বুথের বিএলও সৌম্যজিৎ মাইতি সকালে কোনওমতে ডাল-ভাত খেয়ে সাড়ে ৭টার মধ্যে বেরিয়ে পড়ছেন বাড়ি থেকে। তিনি শিক্ষক। নির্বাচন কমিশনের কাজের জন্য পড়ুয়াদের ভবিষ্যৎ তো অন্ধকারে ঠেলে দিতে পারেন না, তাই সকালে ১-২ ঘণ্টা বিএলও-র কাজ করে চলে যান স্কুলে। আবার স্কুল থেকে কিছুটা আগে বেরিয়ে যান। বাড়ি ফিরে টিফিন করেই আবার বিএলও-র দায়িত্ব পূরণে বেরিয়ে পড়েন।