Car Fire: গাড়ি চালানোর সময় ছোট ভুল! তারপর বড় ক্ষতি, কীভাবে বাঁচবেন?

গাড়ির যত্ন ঠিক ভাবে না নিলে দেখা দিতে পারে বড় ক্ষতি। একাধিক কারণে আপনার গাড়িতে লেগে যেতে পারে আগুন। কোন নিয়ম মানলে আর সমস্যায় পড়তে হবে না আপনাকে।

Car Fire: গাড়ি চালানোর সময় ছোট ভুল! তারপর বড় ক্ষতি, কীভাবে বাঁচবেন?
| Edited By: | Updated on: Mar 18, 2023 | 6:15 PM

অনেক সময় গাড়ি চালাতে চালাতে এমন অনেক ভুল করে বসেন, তার জন্য় আপনার গাড়ির ভয়াবহ ক্ষতি হতে পারে । গাড়ির ইঞ্জিন বেশি গরম হলে আগুন লাগার আশঙ্কা থাকে। ইঞ্জিন ঠান্ডা রাখতে কুল্যান্ট ব্যবহার করতে পারেন। গাড়ি চালানো শুরু করার আগে ব্রেক সিস্টেমটিকে ভালভাব চেক করে নেবেন। ব্রেক প্যাডে যদি কোনও রকম আওয়াজ হয়,তাহলে তা বদলে ফেলুন। সিএনজি গাড়িতে লিকেজের ঝুঁকি থাকে। সিএনজি গাড়ি ব্যবহারকারী ব্যক্তিরা যদি কখনও মনে করেন যে,সিএনজি লিকেজ হচ্ছে তাহলে তক্ষুণি সারিয়ে নিন। গাড়িতে বসলে সিএনজির গন্ধের দিকে খেয়াল রাখুন। সিএনজি লিকেজ হলে গাড়ি থেকে সরে যান। সিএনজি লিকেজ হলে কখনই গাড়ি চালানোর ভুল করবেন না। এতে গাড়ি বোমের মতো ফেটে যাবে। গাড়িতেও ধূমপান করা অভ্য়াস থাকলে তা এক্ষুনি পরিত্য়াগ করুন। যদি আপনি গাড়িতে ধূমপান করেন এবং সিএনজি লিকেজ হয়ে থাকে,তাহলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যাবে। এই আগুন ভয়াবহ হতে পারে। গাড়িতেও বিস্ফোরণ হতে পারে।

Follow Us: