Climate Change: ক্লাইমেট চেঞ্জে কারা বিলুপ্তির মুখে?
ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তনে তাপমাত্রা বাড়ছে। জলবায়ুর পরিবর্তনের প্রভাবে চাষে প্রভাব পড়ছে। বেশ কিছু প্রাণীও সঙ্কটে। তাদের অস্তিত্ব প্রশ্নের মুখোমুখি। আমেরিকা ও কানাডার তৃণভোজী মুসের অস্তিত্ব ভয়ঙ্কর ভাবে প্রশ্নের মুখে। উষ্ণতা বাড়লে এদের ত্বকে এক ধরনের পরজীবী সংক্রমণ হয়।
ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তনে তাপমাত্রা বাড়ছে। জলবায়ুর পরিবর্তনের প্রভাবে চাষে প্রভাব পড়ছে। বেশ কিছু প্রাণীও সঙ্কটে। তাদের অস্তিত্ব প্রশ্নের মুখোমুখি। আমেরিকা ও কানাডার তৃণভোজী মুসের অস্তিত্ব ভয়ঙ্কর ভাবে প্রশ্নের মুখে। উষ্ণতা বাড়লে এদের ত্বকে এক ধরনের পরজীবী সংক্রমণ হয়। মৃত্যুর দিকে ধলে পড়ে মুস। ঠাণ্ডা জলের নদীর মাছ স্যামন। উষ্ণতা বৃদ্ধিতে সাগরের গরম জল মিশছে নদীতে। ব্যাপক ভাবে মারা পড়ছে স্যামন। উষ্ণতা বৃদ্ধিতে প্রজননে প্রভার পড়ছে তুষার খরগোসের। এর ফলে বিলুপ্তির প্রহর গুনছে উত্তর আমেরিকার তুষার খরগোস। গরম বাড়ায় ও তুষার পাত কমায় অবলুপ্তির মুখে পিকা। উত্তর পশ্চিম আমেরিকার পার্বত্য অঞ্চলে এদের দেখা যায়। উষ্ণায়নে সমুদ্রের জলস্তর বৃদ্ধি ও উষ্ণতা বৃদ্ধিতে সমস্যায় সি টার্টলরা। তার সঙ্গে সামুদ্রিক দূষণ প্রভাব ফেলছে এদের জীবন চক্রে। আমেরিকার খাঁড়ি অঞ্চলে দেখা যায় পাফিনসদের। মাছের ওপরে নির্ভরশীল এই পাখিরা। উষ্ণায়নে ওই অঞ্চলের মাছ অন্যত্র চলে যাওয়ায় সঙ্কটের মুখে পাফিনস।

