Ab Meri Baari: ভারতের অর্থনীতিকে কীভাবে নতুন রূপে সংজ্ঞায়িত করছে TATA Ace Pro?
TATA Ace Pro: ভারতের কর্মশক্তি যেন এখন বিকাশের এক নতুন পথ আবিষ্কার করছে। জনপ্রিয় হয়ে উঠছে হাইব্রিড আয়ের মডেল। একটিমাত্র চাকরি বা আয়ের উৎসের উপর ভরসা না করে একাধিক । টাটা ACE Pro-এর মতো গাড়ি সেই আয়ের উৎস হয়ে উঠছে।
ভারতের কর্মশক্তি যেন এখন বিকাশের এক নতুন পথ আবিষ্কার করছে। জনপ্রিয় হয়ে উঠছে হাইব্রিড আয়ের মডেল। একটিমাত্র চাকরি বা আয়ের উৎসের উপর ভরসা না করে একাধিক । টাটা ACE Pro-এর মতো গাড়ি সেই আয়ের উৎস হয়ে উঠছে।
একজন সিকিউরিটি গার্ড স্বপ্ন দেখার সাহস দেখছেন। নিজের কাজ করেও অবসর সময়ে গাড়িটি ভাড়ায় খাটাতে পারেন। একজন গিগ কর্মী সপ্তাহান্তে এই গাড়ি চালাতে পারেন। বহু পরিবারে, টাটা ACE Pro শুধু একটি ব্যবসার উপকরণই নয় — হয়ে উঠছে পারিবারিক সম্পদ, যার সুফল সবাই পায়।
মুদ্রা ঋণ, সরকারি প্রকল্প এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির সহায়তায়, গাড়ির মালিক হয়ে ওঠা আর দূরের স্বপ্ন নয়। এটি এক যৌথ সুযোগ, যা উন্মোচন করছে আয়, ক্ষমতায়ন ও স্বাধীনতার পথ।
এস.পি. শর্মা দেখাচ্ছেন কীভাবে এই হাইব্রিড মালিকানা মডেল অর্থনীতিকে নতুনভাবে গড়ে তুলছে। তাঁরাও বলছেন ‘অব মেরি বারি’।

