AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suchitra Sen: অভিনেত্রী সুচিত্রা সেনের পারিশ্রমিক শুনলে অবাক হয়ে যাবেন! জানেন কত?

Suchitra Sen: অভিনেত্রী সুচিত্রা সেনের পারিশ্রমিক শুনলে অবাক হয়ে যাবেন! জানেন কত?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 31, 2024 | 11:31 PM

Share

অভিনেত্রী সুচিত্রা সেনের জীবন নিয়ে দর্শকের জীবনে কৌতূহলের শেষ নেই। অনেকের মনেই প্রশ্ন সে যুগে কত পারিশ্রমিক নিতেন মহানায়িকা। শোনা যায়, নায়িকার পারিশ্রমিকের অঙ্ক শুনলে চোখ কপালে উঠে যাবে। শোনা যায় শুরুর দিকে সুচিত্রার পারিশ্রমিক ছিল ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা। যা পরে বেড়ে দাঁড়িয়েছিল ১ লক্ষ ২৫ হাজার টাকা।

মহানায়িকার পারিশ্রমিক

অভিনেত্রী সুচিত্রা সেনের জীবন নিয়ে দর্শকের জীবনে কৌতূহলের শেষ নেই। অনেকের মনেই প্রশ্ন সে যুগে কত পারিশ্রমিক নিতেন মহানায়িকা। শোনা যায়, নায়িকার পারিশ্রমিকের অঙ্ক শুনলে চোখ কপালে উঠে যাবে। শোনা যায় শুরুর দিকে সুচিত্রার পারিশ্রমিক ছিল ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা। যা পরে বেড়ে দাঁড়িয়েছিল ১ লক্ষ ২৫ হাজার টাকা।

বড় সিদ্ধান্ত শ্রেয়ার

প্রতিবাদের ভাষা কঠোর থেকে আরও কঠোর হচ্ছে। এবার নিজের গানের শো পিছোলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। ৯ অগস্ট আরজি কর কাণ্ডের জেরে ছবির মুক্তি পিছিয়েছেন টলিপাড়ার অনেক পরিচালক, প্রযোজকেরা। এবার সেই একই পথে হাঁটলেন গায়িকা। বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন নিজের সিদ্ধান্তের কথা।

সরব রাইমা সেন

আরজি কর কাণ্ড নিয়ে সরব গোটা রাজ্য, দেশ। ৯ অগস্টের ঘটনাকে কেন্দ্র করে পথে নেমেছেন টলিপাড়ার শিল্পীরা। এবার মুখ খুললেন অভিনেত্রী রাইমা সেন। বলিউড থেকে টলিউড দুই ইন্ডাস্ট্রিতেই তাঁর অবাধ যাতায়াত। এক সাক্ষাৎকারে তিনি বললেন,”মি টু মুভমেন্ট তো ভারতে হয়েছে, কিন্তু তারপর কিছু বদলেছে কী? ধর্ষণ আটকানোর একমাত্র উপায় হচ্ছে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া। ”

ছক্কা হাঁকাল অনুরাগের ছোঁয়া

বর্তমানে বেশির ভাগ সিরিয়ালই শেষ হয়ে যাচ্ছে নয় ছয় মাসে নয় তো তিন মাসে। এই পরিস্থিতিতে ৮০০ পর্ব পার করে ফেলল ‘অনুরাগের ছোঁয়া’সিরিয়াল। কেক কেটে বিশেষ দিনটা সেলিব্রেট করলেন গোটা অনুরাগের ছোঁয়ার টিম। শীঘ্রই আসতে চলেছে সিরিয়ালের নতুন গল্প।

বিস্ফোরক কঙ্গনা

বলিউডের অন্দরে তাঁর যে কোনও বন্ধু নেই সে কথা আগেও বলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওত। এবার আর এক সাক্ষাৎকারে বোমা ফাটালেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে তাঁর বন্ধুত্ব প্রসঙ্গে তিনি জানালেন বলিউডের কেউ তাঁর বন্ধু হতে পারে না। কারণ, ইন্ডাস্ট্রির সবাই বোকা এবং কোনও কিছু সম্পর্কে কারও কোনও জ্ঞান নেই।

চিকিৎসকের চরিত্রে ঋত্বিক
দু’বছর পর আবার জনপ্রিয় জুটির প্রত্যাবর্তন। ছোট পর্দায় একই ধারাবাহিকে অভিনয় করছেন ঋত্বিক মুখোপাধ্যায় এবং অন্বেষা হাজরা। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। ধারাবাহিকে তাঁকে দেখা যাবে চিকিৎসকের চরিত্রে।

কঙ্গনার খোঁচা
রাহুল গান্ধী নাকি বুঝতেই পারবেন না তাঁর ছবির মর্ম! মন্তব্য করলেন হিমাচলের মন্ডীর বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনী নিয়ে তৈরি ছবি ইমারজেন্সি মুক্তি পাবে খুব শীঘ্রই। ছবিতে কঙ্গনা মুখ্য ভূমিকায়। তিনি পরিচালকও। রাহুলের কি ছবিটি ভাল লাগবে? এই প্রশ্ন করতেই সাংসদ বলেন, “বাড়ি ফিরে যদি ‘টম অ্যান্ড জেরি’ দেখেন, তা হলে কী করে বুঝবেন?”

 

চিন্তায় ফারুকী
বাংলাদেশে বন্যা পরিস্থিতি আগের তুলনায় নিয়ন্ত্রিত। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে চাপানউতর থাকলেও অরাজক পরিস্থিতিও স্তিমিত। ক্রমশ আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করে চলেছেন বাংলাদেশের প্রতিটি মানুষ। তার মধ্যেই শনিবার সমাজমাধ্যমে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর একটি বার্তা নতুন করে ভাবতে বাধ্য করেছে দুই বাংলার মানুষকে। পরিচালক লিখেছেন, “মেরুদণ্ড শীতল করে দেয়া যেসব ডিটেইল বের হয়ে আসছে ধীরে ধীরে তাতে স্তব্ধ হয়ে যেতে হয়”।

 

শ্রেয়াকে সাধুবাদ কুনালের
শুক্রবারই অরিজিৎকে খোঁচা দেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পরোক্ষে সুবিধেবাদী বলে কটাক্ষও করেন। এবার শ্রেয়া ঘোষাল এ শহরে সেপ্টেম্বরে নিজের শো পিছিয়ে দিতেই উল্টো সুর তাঁর। সাধুবাদ জানালেন শ্রেয়াকে, বললেন, “শ্রেয়া ঘোষাল আরজি করের ঘটনা নিয়ে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন ঠিক তেমনই বুঝিয়ে দিয়েছেন এটি শুধু কলকাতার বা বাংলার সমস্যা নয়।”