How to Use Immersion Water Heater: জল গরম করার আগে জেনে নিন

সামনেই শীতকাল। ঠান্ডায় প্রয়োজন গরম জলের। ঝটপট জল গরমের জন্য অনেকেই ইমার্শন ওয়াটার হিটার ব্যবহার করেন। ওয়াটার হিটার ঠিক মতো ব্যবহার না করলে ঘটতে পারে দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহূর্তে ঘটে যেতে পারে বড় বিপদ।

How to Use Immersion Water Heater: জল গরম করার আগে জেনে নিন
| Edited By: | Updated on: Nov 05, 2023 | 7:46 PM

সামনেই শীতকাল। ঠান্ডায় প্রয়োজন গরম জলের। ঝটপট জল গরমের জন্য অনেকেই ইমার্শন ওয়াটার হিটার ব্যবহার করেন। ওয়াটার হিটার ঠিক মতো ব্যবহার না করলে ঘটতে পারে দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহূর্তে ঘটে যেতে পারে বড় বিপদ। বিপদের সম্ভাবনা এড়াতে জেনে নিন কী কী করা উচিত নয় এই যন্ত্রটির সঙ্গে। কোনও ধাতব বালতিতে ওয়াটার হিটার ব্যবহার না করা ভাল।

বিদ্যুতের কুপরিবাহী এমন বালতি ওয়াটার হিটারের জন্য সবচেয়ে ভাল। ধাতব বালতিতে ইমার্শন হিটার রড ব্যবহার করলে কিছু বিষয়ে মাথায় রাখুন। বালতিতে জল ভরে ইমার্শন রডটি ডুবিয়ে তারপর সুইচ অন করুন। দীর্ঘদিন ব্যবহারের ফলে ইমার্শন হিটার খারাপ হয়ে যেতে পারে। রডটি নিয়মিত পরীক্ষা করুন।

রডে ময়লা থাকলে জল গরম হতে বেশি সময় লাগে। যতক্ষণ জল গরম হচ্ছে ততক্ষণ বালতিটি স্পর্শ করবেন না। জল ফুটতে শুরু করলে আগে সুইচ অফ করুন তারপর রডটি জল থেকে তুলে নিন। ইমার্শন হিটারের বৈদ্যুতিক সংযোগ লাইন ঠিকঠাক আছে কিনা নিয়মিত পরীক্ষা করুন।

Follow Us: