Solar Eclipse: নতুন বছরেই পূর্ণগ্রাস সূর্য গ্রহণ
৮ এপ্রিল ২০২৪ এ হবে একটি সূর্যগ্রহণ। আগামী বছরের শুরুতে পূর্ণগ্রাস এই সূর্যগ্রহণে দিনের বেলাতেই নামবে ঘন অন্ধকার। তবে ভারত থেকে দেখা যাবে না এই সূর্যগ্রহণ। মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যাবে এই সূর্যগ্রহণ।
৮ এপ্রিল ২০২৪ এ হবে একটি সূর্যগ্রহণ। আগামী বছরের শুরুতে পূর্ণগ্রাস এই সূর্যগ্রহণে দিনের বেলাতেই নামবে ঘন অন্ধকার। তবে ভারত থেকে দেখা যাবে না এই সূর্যগ্রহণ। মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যাবে এই সূর্যগ্রহণ। এই গ্রহণ ১৮৫ কিমি এলাকা জুড়ে দেখা যাবে। মাজাটলান থেকে টেক্সাস হয়ে কানাডার কাছে মেইন পর্যন্ত দৃশ্যমান হবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
আমেরিকার ১৫টি রাজ্য থেকে দেখা যাবে এই গ্রহণ। তবে এল নিনোর কারণে সূর্যগ্রহণ দেখা কঠিন হবে কি? এই প্রশ্নের উত্তর খুঁজছে মার্কিন মুলুক। সুমুদ্র ও ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির ফলে সৃষ্টি হয় এল নিনো। বিজ্ঞানীরা বলছেন অধিকাংশ এল নিনো হয় জানুয়ারি থেকে মার্চ অবধি। ৯৫% এল নিনো হয় এই সময়ে । মার্চ থেকে মে মাসে হয় ৮০% এল নিনো। আবহাওয়াবিদদের মতে ৮ এপ্রিল মেক্সিকো ও টেক্সাসের আকাশ সম্ভবত পরিষ্কার থাকবে। তাই বলাই যায় মার্কিন মুলুকে দেখা যাবে সূর্যগ্রহণ।

