Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alien Facts: মহাকাশে কি সত্যিই এলিয়েন বলে কিছু আছে? এই পৃথিবীর মানুষজনের উপরে নজরদারি চালাচ্ছে তারা?

Alien Facts: মহাকাশে কি সত্যিই এলিয়েন বলে কিছু আছে? এই পৃথিবীর মানুষজনের উপরে নজরদারি চালাচ্ছে তারা?

আসাদ মল্লিক

|

Updated on: Apr 09, 2023 | 2:48 PM

Alien Facts: মহাকাশে কি সত্যিই এলিয়েন বলে কিছু আছে? এই পৃথিবীর মানুষজনের উপরে নজরদারি চালাচ্ছে তারা?

মহাকাশে কি সত্যিই এলিয়েন বলে কিছু আছে? এই পৃথিবীর মানুষজনের উপরে নজরদারি চালাচ্ছে তারা? হার্ভাড বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞানী এবং পেন্টাগনের এক কর্মকর্তার সঙ্গে মিলে একটি গবেষণাপত্র লিখেছেন। সেই গবেষণাপত্র প্রকাশ্যে আসতেই গোটা বিশ্বকে অবাক করেছে। সৌরজগতে একটি এলিয়েন মাদারশিপ থাকতে পারে,যারা পৃথিবী এবং অন্যান্য গ্রহের উপরে নজরদারি চালাচ্ছে। মাদারশিপ হল আসলে একটি বিরাট ঘাঁটি,যেখান থেকে ছোট-ছোট শিপ চালু করা হয়। এলিয়েনদের সেই মাদারশিপ থেকেও ছোট ছোট স্পেসশিপ পৃথিবী ও অন্য গ্রহগুলিতে পাঠানো হচ্ছে।

Published on: Apr 09, 2023 02:48 PM