How to active Pan Card: কীভাবে নিষ্ক্রিয় প্যানকার্ড সচল করবেন?
লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ জুন। যাঁরা লিঙ্ক করেননি,তাঁদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। প্যানের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা না থাকলে, আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে না। কিন্তু কীভাবে প্যান কার্ডকে আবার সক্রিয় করবেন জানেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্যান কার্ড সক্রিয় করতে দিতে হবে ১০০০ টাকা জরিমানা
প্যান ও আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার সময় শেষ হয়ে গেছে । লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ জুন। যাঁরা লিঙ্ক করেননি,তাঁদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। প্যানের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা না থাকলে, আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে না। কিন্তু কীভাবে প্যান কার্ডকে আবার সক্রিয় করবেন জানেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্যান কার্ড সক্রিয় করতে দিতে হবে ১০০০ টাকা জরিমানা । জরিমানা জমা দেওয়ার পর, আপনাকে ৩০ দিন অপেক্ষা করতে হবে প্যান কার্ড সক্রিয় করার জন্য। জরিমানা জমা দেওয়ার জন্য লগ ইন করতে হবে আয়কর ই-ফাইলিং ওয়েবসাইটে। ক্লিক করতে হবে ‘Link PAN with Aadhaar’। সেখানে দিতে হবে সব প্রয়োজনীয় তথ্য। টাকা জমা দিতে হবে ই-পে ট্যাক্সের মাধ্যমে। প্যান নম্বর, মোবাইল নম্বর দিতে হবে ‘PAN/TAN’ এবং ‘Confirm PAN/TAN’। তারপর ক্লিক করতে হবে ‘Proceed’-এ। টাকা জমা দেওয়ার মাধ্যম বেছে নিতে হবে। তারপর ‘Proceed’-এ ক্লিক করে জমা দিতে হবে জরিমানার টাকা।