AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Voice Cloning AI: আপনার গলা আপনার নয়!

Voice Cloning AI: আপনার গলা আপনার নয়!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 10, 2023 | 5:42 PM

শুরু হয়েছে নতুন এক ধরনের প্রতারণা। কণ্ঠস্বর নকল করে হচ্ছে এই প্রতারণা। এক্ষেত্রে জালিয়াতদের হাত শক্ত করছে প্রযুক্তি। এআইয়ের মাধ্যমে তৈরি হচ্ছে একেবারে হুবহু কণ্ঠস্বর। বাড়ির লোকজনকে আপনার কণ্ঠ শুনিয়ে চলছে প্রতারণা। একে বলে ভয়েস ক্লোনিং।

শুরু হয়েছে নতুন এক ধরনের প্রতারণা। কণ্ঠস্বর নকল করে হচ্ছে এই প্রতারণা। এক্ষেত্রে জালিয়াতদের হাত শক্ত করছে প্রযুক্তি। এআইয়ের মাধ্যমে তৈরি হচ্ছে একেবারে হুবহু কণ্ঠস্বর। বাড়ির লোকজনকে আপনার কণ্ঠ শুনিয়ে চলছে প্রতারণা। একে বলে ভয়েস ক্লোনিং। হরিয়ানার একজন ৩০,০০০ টাকা খুইয়েছেন এই ধরনের প্রতারণায়। একটি রিপোর্ট অনুসারে ইতিমধ্যে ৮৩% ভারতীয় AI ভয়েস ক্লোনিং এর শিকার। এই প্রতারণা থেকে বাঁচতে অচেনা নম্বরের ফোন ধরবেন না। কেউ টাকা পাঠাতে বললে সহজে তা পাঠাবেন না। অপরিচিতের সঙ্গে নিজের ব্যাঙ্কিং খুঁটিনাটি যাচাই করবেন না। OTP ত কখনই না। যদি কোনও ফোন কল দাবি করে সে আপনার আত্মীয় বা পরিচিত। খুব ভাল ভাবে কণ্ঠ শুনুন। একটুও সন্দেহ হলে ফোন ডিসকানেক্ট করুন। কণ্ঠস্বর একটুও রোবোটিক বা যান্ত্রিক মনে হলেই সাবধান। সাধারণত ঠগ ও প্রতারকরা বলেন, আপনার আত্মীয়ের ফোন ও টাকা খোয়া গেছে। বিপদে পড়েছেন তিনি, এখনই টাকা পাঠাতে হবে। এটা আসলে ফাঁদ। আত্মীয়, বন্ধু বা সঙ্গীকে এমন কিছু প্রশ্ন করুন যা কেবল তিনি এবং আপনিই জানেন। সোশাল মিডিয়ায় নিজের কণ্ঠস্বর আপলোড করবেন না। সতর্ক থাকুন প্রয়োজনে সাইবার ক্রাইম পুলিশের সঙ্গে যোগাযোগ করুন।