HO Quota Tickets: ওয়েটিং টিকিট এভাবে কনফার্ম হবেই
টিকিট ওয়েটিং লিস্টে থাকলে ট্রেন যাত্রার আগে একরাশ চিন্তা মাথায় আসে। ওয়েটিং লিস্ট টিকিটও কনফার্ম হতে পারে। রয়েছে এক বিশেষ উপায়। রেলের এইচও কোটায় কনফার্মেশন সম্ভব। এই এইচও কোটা আসলে কী? দূরপাল্লার ট্রেনে থাকে হেড অফিস কোটা।
টিকিট ওয়েটিং লিস্টে থাকলে ট্রেন যাত্রার আগে একরাশ চিন্তা মাথায় আসে। ওয়েটিং লিস্ট টিকিটও কনফার্ম হতে পারে। রয়েছে এক বিশেষ উপায়। রেলের এইচও কোটায় কনফার্মেশন সম্ভব। এই এইচও কোটা আসলে কী? দূরপাল্লার ট্রেনে থাকে হেড অফিস কোটা। রেলওয়ের উচ্চস্তরের কর্মচারী, মন্ত্রী, আমলা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের জন্য বরাদ্দ থাকে এই কোটা।
কোনও বিশেষ পরিস্থিতিতে, এমারজেন্সি বা জরুরি অবস্থায় প্রবীণ নাগরিক এবং অন্য সাধারন যাত্রীয় এই কোটার সুযোগ নিতে পারেন। কীভাবে আপনি আবেদন করবেন হেড অফিস কোটার জন্য? ট্রেন যাত্রার একদিন আগে আবেদনপত্রে নিজের পরিস্থিতির কথা লিখে কোনও গেজেটেড অফিসারকে দিয়ে সই করিয়ে রেলের অফিসে যেতে হবে। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অনুমোদন পেলে ওই কোটায় রিজার্ভেশন পাওয়া যাবে।