Double Your Money: খুব সহজেই দ্বিগুণ টাকা, জানেন কীভাবে?
Rule of 72: আপনি যত শতাংশ হারে কোনও বিনিয়োগ থেকে রিটার্ন পাচ্ছেন, সেই সংখ্যা দিয়ে যদি আপনি ৭২ কে ভাগ করেন, তাহলে আপনি পাবেন ঠিক কত বছরে আপনার সেই বিনিয়োগ দ্বিগুণ হবে। যদি আপনার রিটার্ন ৮ শতাংশ হারে হয় তাহলে ৯ বছরে দ্বিগুণ হবে আপনার টাকা।
রুল অফ ৭২, এই সূত্র বলে দে কত দ্রুত আপনার টাকা দ্বিগুণ হবে। কী শুনেই বেশ রোমাঞ্চ হচ্ছে কি? আসলে আপনি যত শতাংশ হারে কোনও বিনিয়োগ থেকে রিটার্ন পাচ্ছেন, সেই সংখ্যা দিয়ে যদি আপনি ৭২ কে ভাগ করেন, তাহলে আপনি পাবেন ঠিক কত বছরে আপনার সেই বিনিয়োগ দ্বিগুণ হবে। যদি আপনার রিটার্ন ৮ শতাংশ হারে হয় তাহলে ৯ বছরে দ্বিগুণ হবে আপনার টাকা।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
Published on: Nov 24, 2025 07:23 PM
Latest Videos

