Nomadic Earth: পৃথিবীও যাযাবর হবে?

পৃথিবীও যাযাবর হবে? মহাকাশে বেশ কিছু গ্রহ আছে যারা কোনও নির্দিষ্ট কক্ষপথে ঘোরে না। এই ধরনের গ্রহকে বলে যাযাবর গ্রহ। বিজ্ঞানীদের আশঙ্কা ৫০ কোটি বছরে সূর্যের কারণে বিপন্ন হবে পৃথিবী। সেই অবস্থায় পৃথিবী সূর্যের মহাকর্ষ বল ছিন্ন করে তার কক্ষপথ থেকে ছিটকে যাবে। পরিণত হবে একটি যাযাবর গ্রহে।

Nomadic Earth: পৃথিবীও যাযাবর হবে?
| Edited By: | Updated on: Sep 10, 2023 | 6:38 PM

পৃথিবীও যাযাবর হবে? মহাকাশে বেশ কিছু গ্রহ আছে যারা কোনও নির্দিষ্ট কক্ষপথে ঘোরে না। এই ধরনের গ্রহকে বলে যাযাবর গ্রহ। বিজ্ঞানীদের আশঙ্কা ৫০ কোটি বছরে সূর্যের কারণে বিপন্ন হবে পৃথিবী। সেই অবস্থায় পৃথিবী সূর্যের মহাকর্ষ বল ছিন্ন করে তার কক্ষপথ থেকে ছিটকে যাবে। পরিণত হবে একটি যাযাবর গ্রহে। এই অবস্থায় গভীর অন্ধকার নেমে আসবে পৃথিবীতে। হুহু করে কমবে তাপমাত্রা জীবন থেমে যাবে এই নীল গ্রহে। আগ্নেয়গিরিও আর থাকবে না পৃথিবীতে। শীতল সেই পৃথিবীতে থাকবে না প্রাণের ছিটেফোঁটা। চুপিসাড়ে অনন্ত মহাকাশে ঘুরে বেড়াবে পৃথিবী। স্বভাবতই সেই নিষ্প্রাণ পৃথিবীতে থাকবে না মাধ্যাকর্ষণ বল। কীভাবে যাযাবর গ্রহ তৈরি হয় তা আজও বিজ্ঞানীদের কাছে রহস্য। তবে শেষের সে দিন আসতে এখনও অনেক দেরি।

Follow Us: