Home Loan: অনেকদিন ধরেই স্বপ্নের বাড়ি কেনার পরিকল্পনা করছেন?

Ashad Mallick

Ashad Mallick |

Updated on: Mar 07, 2023 | 5:39 PM

Home Loan: অনেকদিন ধরেই স্বপ্নের বাড়ি কেনার পরিকল্পনা করছেন?

অনেকদিন ধরেই স্বপ্নের বাড়ি কেনার পরিকল্পনা করছেন?তাহলে আপনার সামনে এটাই সুযোগ। অনেক কম EMI-তেই এবার স্বপ্নের বাড়ি কিনে ফেলতে পারেন। রবিবার হোমলোনে সুদের হার কমাল রাষ্ট্রীয়ত্ত ব্যাঙ্ক অব বরোদা। সুদের হার ৪০ বেসিস পয়েন্ট কমিয়ে ৮.৫ শতাংশ করেছে। ব্যাঙ্ক তাদের MSME ঋণের সুদের হার ৮.৪০ শতাংশে কমিয়েছে। হোমলোনের ক্ষেত্রে সর্বনিম্ন সুদের হারের মধ্যে একটি হল ব্যাঙ্ক অব বরোদা। ব্যাঙ্ক হোম লোনের উপর ১০০ শতাংশ প্রসেসিং চার্জ এবং MSME ঋণের ৫০ শতাংশ প্রসেসিং চার্জ মকুব করছে।ক্রেডিট স্কোরের ভিত্তিতে ঋণ পাওয়া যাবে। নয়া হোমলোন শুরু হচ্ছে ৮.৫ শতাংশ থেকে। যাঁরা ঘর-বাড়ি মেরামতির জন্য লোনের আবেদন করছেন,তাঁদের ক্রেডিট স্কোরের সঙ্গে এই লোনের সংযোগ রয়েছে। যাদের ক্রেডিট স্কোর ভালো তারা সহজেই কম সুদে ঋণ পাবেন। ৫ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে ব্যাঙ্ক অব বরোদায় হোম লোনের উপর ৮.৫ শতাংশ এবং MSME লোনে ৮.৪০ শতাংশ সুদ দিতে হবে। নতুন সুদের হারের উপর ভিত্তি করে আপনার EMIও কমবে। আপনি যদি এই ধরনের ঋণের সুবিধা নিতে চান তবে আপনার হাতে ৩১ মার্চ পর্যন্তই সময় আছে।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla