KFC Franchise: KFC-র মালিক হবেন?

KFC Franchise: KFC-র মালিক হবেন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 10, 2023 | 5:24 PM

সারা বিশ্বে KFCর ২২,৬২১ টি আউটলেট আছে ১৩৬টি দেশে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রিটেল ফ্রাঞ্চাইজি কেএফসি। আপনি কেএফসির ফ্রাঞ্চাইজি নিলে কত খরচ হবে? KFCর ফ্রাঞ্চাইজি ফি ৩০ লক্ষ টাকা। ভারতে কেএফসির ফ্রাঞ্চাইজি নিতে খরচ ৬০ লাখ থেকে ২ কোটি টাকা।

সারা বিশ্বে KFCর ২২,৬২১ টি আউটলেট আছে ১৩৬টি দেশে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রিটেল ফ্রাঞ্চাইজি কেএফসি। আপনি কেএফসির ফ্রাঞ্চাইজি নিলে কত খরচ হবে? KFCর ফ্রাঞ্চাইজি ফি ৩০ লক্ষ টাকা। ভারতে কেএফসির ফ্রাঞ্চাইজি নিতে খরচ ৬০ লাখ থেকে ২ কোটি টাকা। কোনও শপিং মল বা ফুড কোর্টে KFCর আউটলেটে খরচ ৫০ থেকে ৭০ লাখ টাকা। আলাদা করে স্বতন্ত্র আউটলেট নিতে বিনিয়োগ দেড় কোটি টাকা। গড় মুনাফা ১০% । দেখা গেছে একজন KFCর ফ্রাঞ্চাইজি ওনার বছরে ৫৭ লাখ থেকে ৭৩.৪ লাখ টাকা ইনকাম করতে পারেন। এই ফুড চেইনের হেড অফিস লুইসভিলের কেনটাকিতে। ১৯৫২ এ কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স কেন্টাকির কর্বিনে রাস্তার পাশে এই রেস্তোরাঁ শুরু করেন।

Published on: Sep 10, 2023 05:22 PM