Nail Psoriasis Treatment: নখ, রোগের দর্পণ

Nail Psoriasis Treatment: নখ, রোগের দর্পণ

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 10, 2023 | 4:25 PM

চিকিৎসকের ক্লিনিকাল আই রোগ নির্ণয়ের জন্য রোগীর চোখ, জিভ নখ পরীক্ষা করেন। নখ তৈরি হয় ত্বক কোষ ও কেরাটিন দিয়ে। নখের তলায় থাকে রক্ত জালিকা। তাই নখে থাকে অনেক রোগের হদিশ। হলুদ নখ কী বলে? নখ হলুদ হলে জন্ডিসের সম্ভাবনা। আবার ধূমপায়ীদের নখও হলুদ হয়।

চিকিৎসকের ক্লিনিকাল আই রোগ নির্ণয়ের জন্য রোগীর চোখ, জিভ নখ পরীক্ষা করেন। নখ তৈরি হয় ত্বক কোষ ও কেরাটিন দিয়ে। নখের তলায় থাকে রক্ত জালিকা। তাই নখে থাকে অনেক রোগের হদিশ। হলুদ নখ কী বলে? নখ হলুদ হলে জন্ডিসের সম্ভাবনা। আবার ধূমপায়ীদের নখও হলুদ হয়। রক্তাল্পতা বা অ্যানিমিয়ায় নখ ফ্যাকাশে হয়। অ্যানিমিয়ায় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে তারই ছাপ পড়ে নখে। হৃদপিণ্ডের সংক্রমণ থেকে হয় ভাস্কুলাইটিস। এই রোগে আক্রান্ত হলে নখের তলায় রক্তক্ষরণ হয়। নখের তলায় রক্তের ছোপ দেখা যায়। নখে কালো দাগ দেখলে সাবধান! ত্বকের অটো ইমিউন রোগ সোরিয়াস থেকেও এমন হয়। ক্যানসারের লক্ষণও হতে পারে এই কালো দাগ। নখ ভঙ্গুর হলে চিকিৎসকের পরামর্শ নিন। আর্সেনিকের বিষক্রিয়া হলে নখে নির্দিষ্ট সাদা সাদা দাগ দেখা যায়। এই ধরনের কোনও লক্ষণ দেখা গেলে তৎক্ষণাৎ আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

Published on: Sep 10, 2023 04:23 PM