AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

HowTo Increase Laptop Speed: ল্যাপটপ ফাস্ট করার টিপস

HowTo Increase Laptop Speed: ল্যাপটপ ফাস্ট করার টিপস

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Apr 20, 2023 | 6:54 PM

Share

পেইড অ্যান্টি-ভাইরাস ও অ্যান্টি ম্যালওয়্যার ১৫০ থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যায় । ল্যাপটপের RAM ভর্তি হলে তা খালি না করলে ল্যাপটপ স্লো হয় । যখন সমস্যায় কোনও কাজ হচ্ছে না তখন ল্যাপটপটি একবার রিসেট করুন । রিসেট করলে ল্যাপটপের সব ডেটা এবং অ্যাপস মুছে যায়। ল্যাপটপ একেবারে নতুনের মতো হয়ে যাবে

কীভাবে আপনার ল্যাপটপ দ্রুত কাজ করবে? এই টিপস গুলো মানলেই স্পিড বাড়বে ল্যাপটপের। মাইক্রোসফ্ট নিয়মিত উইন্ডোজ ওএসের আপডেট দেয়। অনেকেই তা উপেক্ষা করেন। আপডেটের জন্য অনেকটা সময় ও ডাউনলোডে অনেকটা ইন্টারনেট লাগে । আপডেট না নিলে ল্যাপটপে আগের ভার্সনই থেকে যায় আর ল্যাপটপ স্লো হয় । বিনামূল্যে অ্যান্টি-ভাইরাস ও অ্যান্টি ম্যালওয়্যার ব্যবহার করবেন না। পেইড অ্যান্টি-ভাইরাস ও অ্যান্টি ম্যালওয়্যার ১৫০ থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যায় । ল্যাপটপের RAM ভর্তি হলে তা খালি না করলে ল্যাপটপ স্লো হয় । যখন সমস্যায় কোনও কাজ হচ্ছে না তখন ল্যাপটপটি একবার রিসেট করুন । রিসেট করলে ল্যাপটপের সব ডেটা এবং অ্যাপস মুছে যায়। ল্যাপটপ একেবারে নতুনের মতো হয়ে যাবে । সঠিকভাবে কম্পিউটার বন্ধ না করলে প্রোগ্রামগুলি সঠিকভাবে বন্ধ হয় না। এভাবে বন্ধ করলে ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হয় । ল্যাপটপ স্লিপ মোডে রেখে দেন অনেকে । অনেকে সরাসরি পাওয়ার বোতাম টিপে ল্যাপটপ বন্ধ করেন। তাই সবসময় কাজ শেষ করে ঠিকভাবে ল্যাপটপ বন্ধ করুন ।

Published on: Apr 20, 2023 06:54 PM