Neem Face Pack: ত্বকের যত্নে নিম
ত্বকের যত্নে নিম। ত্বকের যত্নে নিমের জুড়ি মেলা ভার। প্রদাহ কমাতে অনবদ্য নিম। ত্বকের সংক্রমণ, ক্ষত সারায় নিম পাতা। মুখের ত্বকের দাগ ছোপ কমায় নিম। ত্বকের জেল্লা বাড়িয়ে ত্বক কোমল রাখে, ব্রণ কমায় নিম।
ত্বকের যত্নে নিম। ত্বকের যত্নে নিমের জুড়ি মেলা ভার। প্রদাহ কমাতে অনবদ্য নিম। ত্বকের সংক্রমণ, ক্ষত সারায় নিম পাতা। মুখের ত্বকের দাগ ছোপ কমায় নিম। ত্বকের জেল্লা বাড়িয়ে ত্বক কোমল রাখে, ব্রণ কমায় নিম। নিম পাতা বেটে অ্যালোভেরা জেল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে মুখে লাগান। ১০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকে বেশ কার্যকর এই ফেসপ্যাক। নিম বাটার সঙ্গে ১ চামচ গুঁড়ো চন্দন মিশিয়ে বানানো যায় ফেসপ্যাক। নিম বাটা ও হলুদ দিয়েও ফেসপ্যাক করা যায়। ৩টি ফেসপ্যাক সপ্তাহে একবার করে ব্যবহার করলে ফল পাবেন হাতেনাতে। যাদের মুখের ত্বক সংবেদনশীল তাঁরা এই প্যাক ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন। প্রাকৃতিক উপায়ে ত্বকের জেল্লা ফেরায় আর বিভিন্ন ত্বকের সমস্যা থেকে উপশম দেয় নিম।
Latest Videos