Bank Of Boroda Offers: দেওয়ালিতে জিরো ব্যাল্যান্স অ্যাকাউন্ট
জিরো ব্যাল্যান্স সেভিংস অ্যাকাউন্ট খোলার দুর্দান্ত সুযোগ ব্যাঙ্ক অব বরোদায়। ২০২৩ উৎসবের মরসুমে এই দুরন্ত অফার দিচ্ছে ব্যাঙ্ক অব বরোদা। এই জিরো ব্যাল্যান্স সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে পাওয়া যাচ্ছে প্ল্যাটিনাম ডেবিট কার্ড। অ্যাকাউন্টটি আজীবনের জন্য জিরো ব্যাল্যান্স।
জিরো ব্যাল্যান্স সেভিংস অ্যাকাউন্ট খোলার দুর্দান্ত সুযোগ ব্যাঙ্ক অব বরোদায়। ২০২৩ উৎসবের মরসুমে এই দুরন্ত অফার দিচ্ছে ব্যাঙ্ক অব বরোদা। এই জিরো ব্যাল্যান্স সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে পাওয়া যাচ্ছে প্ল্যাটিনাম ডেবিট কার্ড। অ্যাকাউন্টটি আজীবনের জন্য জিরো ব্যাল্যান্স। ১০ বছরের ওপরে যাদের বয়স তারা খুলতে পারবে এই অ্যাকাউন্ট।
প্রাপ্তবয়স্করাও খুলতে পারবেন এই অ্যাকাউন্ট। প্রতি ত্রৈমাসিকে ন্যূনতম ব্যাল্যান্স থাকলেই পাওয়া যাবে প্ল্যাটিনাম ডেবিট কার্ড। শহুরে এলাকায় প্রতি ত্রৈমাসিকে ন্যূনতম ব্যাল্যান্স রাখতে হবে ৩০০০ টাকা। মফঃস্বলে প্রতি ত্রৈমাসিকে ন্যূনতম ব্যাল্যান্স ২০০০ টাকা আর গ্রামাঞ্চলে ১০০০ টাকা ন্যূনতম ব্যাল্যান্স রাখতে হবে প্রতি ত্রৈমাসিকে। তাহলেই পাওয়া যাবে ব্যাঙ্ক অব বরোদার প্ল্যাটিনাম ডেবিট কার্ড। ব্যাঙ্ক অব বরোদায় এই অ্যাকাউন্ট খোলার জন্য সাধারণ অ্যাকাউন্ট খোলার নথি লাগবে।

