Makeup Tips: এভাবে মেকআপ করলে ঘামে ঘাঁটবে না

Makeup Tips: এভাবে মেকআপ করলে ঘামে ঘাঁটবে না

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 22, 2023 | 4:33 PM

Lifestyle News: পুজোর প্যান্ডেল হপিং করতে করতে গলদঘর্ম অবস্থা। মেকআপ গলে দই। কীভাবে তরতাজা রাখবেন আপনার মুখের মেকআপ?

পুজোর প্যান্ডেল হপিং করতে করতে গলদঘর্ম অবস্থা। মেকআপ গলে দই। কীভাবে তরতাজা রাখবেন আপনার মুখের মেকআপ? আছে সহজ কিছু টিপস। মেকআপ শুরুর আগে ক্লিনজিং, টোনিং এগুলো যত্ন নিয়ে করুন। তারপর হ্যালিউরনিক অ্যাসিড, ভিটামিন সি ও ভিটামিন ই যুক্ত সিরাম মাখুন। তারপর অয়েল ফ্রী মশ্চারাইজার ও মেকাপের শেষে প্রাইমার মাখলে মেকআপ দীর্ঘস্থায়ী হবে। ওয়াটারপ্রুফ ম্যাট ফিনিশ ফাউন্ডেশন সবচেয়ে ভাল।

তরল ফাউন্ডেশনের পরিবর্তে পাউডার ফাউন্ডেশন ব্যবহার করলে মেকআপ গলার সম্ভাবনা কম। লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করলে ট্রান্সলুসেন্ট পাউডার লাগান। আই শ্যাডোর ক্ষেত্রে পাউডার আই শ্যাডো ব্যবহার করুন। ওয়াটারপ্রুফ আই লাইনার ও ওয়াটারপ্রুফ মাস্কারা ব্যবহার করুন। কাজল ব্যবহার না করলে ভাল। ব্যবহার করতে পারেন ম্যাট ফিনিস লিপস্টিক। এই লিপস্টিক সহজে ঘাঁটে না। মেকআপের শেষে মেকআপ সেটিং স্প্রে ব্যবহার করলে বৃষ্টি বা ঘামে নষ্ট হবে না মেকআপ।