ফোনের ভিতর জল ঢুকে গেলে তা কাজ করা বন্ধ করে দিতে পারে।আপনি চাইলে খুব সহজেই ফোনকে জল-আবির থেকে বাঁচাতে পারেন।এর জন্য কিছু কৌশল রয়েছে।হোলিতে ছবি তুলতে,অনেক সময়ই পকেট থেকে ফোন বার করেন।আবার অনেকেই ফোনটিকে প্লাস্টিকে জরিয়ে রাখেন।কিন্তু তাতে বিশেষ কিছু লাভ হয় না।সেক্ষেত্রে একটি ওয়াটারপ্রুফ কভার ব্য়বহার করুন।সেটি আপনার ফোনকে জল-আবির সব কিছু থেকেই সুরক্ষিত রাখবে।আপনি ১০০ বা ১৫০ টাকায় যে কোনও জায়গায় কিনতে পারবেন।একটি জিপ লক লাগানো থাকে।এতে জল ঢোকার কোনও উপায়ই থাকে না।ফোনকে জল থেকে সুরক্ষিত রাখতে গ্লাস ব্যাক কভার ব্য়বহার করা প্রয়োজন।এটি ফোনকে শুধু জল থেকে নয়,রং থেকেও রক্ষা করবে।আপনি গ্লাস ব্যাক কভার অনলাইনের পাশাপাশি অফলাইনেও কিনতে পারবেন।এগুলির দাম ৩০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ।হোলির সময় অবশ্যই পলিথিন সঙ্গে রাখবেন।স্মার্টফোনের স্পিকারের যাতে কোনও ক্ষতি না হয়,তার জন্য় ফোনটি সাইলেন্টে রাখুন।ব্যাগে ফোন রাখলে প্লাস্টিকে মুড়িয়ে রাখুন।এছাড়া দোলের দিন ফোনের লকে প্যাটার্ন বা পিন ব্যবহার করাই ভাল।আপনার বায়োমেট্রিক্সে সমস্যা হতে পারে।