Yo Yo Test in Cricket: ইয়ো ইয়ো টেস্ট কী?

Yo Yo Test in Cricket: ইয়ো ইয়ো টেস্ট কী?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 10, 2023 | 2:01 PM

ইয়ো ইয়ো টেস্টে সফল হয়ে সেই রিপোর্ট সোশাল মিডিয়ায় শেয়ার করেন। এতেই শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিসিসিআইয়ের কোপে পড়েছেন বিরাট কোহলি। এতেই চর্চায় এসেছে ইয়ো ইয়ো টেস্ট। এর আগেও ইয়ো ইয়ো টেস্টে বিফল হয়েছেন বেশ কিছু ক্রিকেটার।

ইয়ো ইয়ো টেস্টে সফল হয়ে সেই রিপোর্ট সোশাল মিডিয়ায় শেয়ার করেন। এতেই শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিসিসিআইয়ের কোপে পড়েছেন বিরাট কোহলি। এতেই চর্চায় এসেছে ইয়ো ইয়ো টেস্ট। এর আগেও ইয়ো ইয়ো টেস্টে বিফল হয়েছেন বেশ কিছু ক্রিকেটার। ইয়ো ইয়ো টেস্ট আসলে কী? ইয়ো ইয়ো টেস্ট একটি এনডিউরেন্স টেস্ট। ২০ মিটার দৌড়ে গিয়ে এসে ৫ মিটার হেঁটে ফিরে আসতে হয় ইয়ো ইয়ো টেস্টে। ২০১৭এ শ্রীলঙ্কা সিরিজের আগে এই টেস্টে ব্যর্থ হন যুবরাজ সিং। ২০১৭ এ ইয়ো ইয়ো টেস্টে ব্যর্থ হয়ে জাতীয় দলে অভিষেক পিছিয়ে যায় ওয়াশিংটন সুন্দরের। ২০১৮ এ ইয়ো ইয়ো টেস্টে বিফল হয়ে সঞ্জু স্যামসন ইন্ডিয়া এ দল থেকে বাদ পড়েন। তাঁর স্থানে দলে আসেন ঈশান কিষান। ২০১৮ এ ইয়ো ইয়ো টেস্টে ব্যর্থ হন আম্বাতি রায়ডু। জাতীয় দলে তাঁর কনফার্ম টিকিট বাতিল হয়। তাঁর স্থানে দলে আসেন রায়না। ২০১৮ এ আফগানিস্তান টেস্টের আগে ইয়ো ইয়ো টেস্টে বিফল হন পেসার মহম্মদ সামি। ইয়ো ইয়ো টেস্ট আসলে ফিটনেসের দক্ষতা পরিমাপ করার আন্তর্জাতিক মাপকাঠি নির্ণায়ক পরীক্ষা।

Published on: Sep 10, 2023 01:32 PM