Online Transfer: অনলাইন লেনদেনে জালিয়াতি এড়াবেন কীভাবে?

Supriyo Ghosh

Supriyo Ghosh |

Updated on: Feb 27, 2023 | 3:16 PM

বর্তমানে ডিজিটাল যুগে অনলাইন পেমেন্টের প্রবণতা বেড়েছে। অনেক ব্যবহারকারীও টাকা হারাতে পারেন। একটি শক্তিশালী স্ক্রিন লক, পাসওয়ার্ড বা পিন আপনার পেমেন্ট এবং আর্থিক লেনদেন অ্যাপ্লিকেশনগুলি সুরক্ষিত করার জন্যও গুরুত্বপূর্ণ।

বর্তমানে ডিজিটাল যুগে অনলাইন পেমেন্টের প্রবণতা বেড়েছে। অনেক ব্যবহারকারীও টাকা হারাতে পারেন। একটি শক্তিশালী স্ক্রিন লক, পাসওয়ার্ড বা পিন আপনার পেমেন্ট এবং আর্থিক লেনদেন অ্যাপ্লিকেশনগুলি সুরক্ষিত করার জন্যও গুরুত্বপূর্ণ। সংবেদনশীল ব্যক্তিগত এবং আর্থিক তথ্য যাতে অননুমোদিত ব্যক্তিদের কাছে ফাঁস না হয় তা নিশ্চিত করে এই স্ক্রিন লক। তবে এক্ষেত্রে আপনার নাম, জন্ম তারিখ বা মোবাইল নম্বরের মতো সাধারণ পাসওয়ার্ড ব্যবহার না করা গুরুত্বপূর্ণ। কারও সঙ্গে আপনার পিন শেয়ার করলে বাড়তে পারে জালিয়াতির ঝুঁকি। কারণ সেই পিন ব্যবহার করে তাঁরা আপনার ফোনে ঢুকতে পারে এবং অননুমোদিত লেনদেন করতে পারে। যদি আপনি সন্দেহ করেন যে পিনটি প্রকাশ পেয়ে গিয়েছে তাহলে কোনও সম্ভাব্য ক্ষতি রুখতে আপনার অবিলম্বে এটি পরিবর্তন করা উচিত। আর্থিক ক্ষতি এড়াতে অযাচিত লিঙ্ক এবং ভুয়ো কলগুলি থেকে সাবধান থাকুন। অযাচিত লিঙ্কগুলিতে ক্লিক করা এড়িয়ে চলুন এবং অজানা নম্বর বা সন্দেহজনক কোনও নম্বর থেকে কল তুলবেন না। UPI অ্যাপটি আপডেটেড থাকা গুরুত্বপূর্ণ। এর ফলে অ্য়াপের সর্বশেষ ফিচার ও সুবিধাগুলি উপভোগ করতে পারবেন আপনি। অ্যাপ স্টোরে থাকা অ্য়াপটির সর্বশেষ সংস্করণ ডাউনলোড করে নিন। প্রতারণামূলক ক্রিয়াকলাপের ঝুঁকি কমাতে আপনার ফোনে একাধিক পেমেন্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করা এড়িয়ে চলুন।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla