AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Scooter In Rain: বৃষ্টিতে ই -২চাকায় কোন বিপদ?

Scooter In Rain: বৃষ্টিতে ই -২চাকায় কোন বিপদ?

TV9 Bangla Digital

| Edited By: Sneha Sengupta

Updated on: Jul 16, 2023 | 6:27 PM

Share

Scooter Care: চতুর্থত মুষলধারা বৃষ্টিতে ভিজে ইলেকট্রিক স্কুটি চালিয়ে ফিরেই চার্জে দেবেন না। পঞ্চমত ইলেকট্রিক স্কুটারে কখনওই ওভারলোড করবেন না। এতে চাকায় চাপ বেশি পড়ে চাকা পিছলে যেতে পারে।

ইলেকট্রিক স্কুটার বা বাইক জ্বালানি সাশ্রয় করে। তবে বর্ষার মরসুমে কতটা সুরক্ষিত এই যানবাহন? নির্মাতারা বলছেন ঝেঁপে বৃষ্টিতেও সুন্দর চলবে এই ইলেকট্রিক স্কুটি। তবে মাথায় রাখুন ৫টি বিষয়। প্রথমত বৃষ্টিতে যতটা পারেন ইলেকট্রিক স্কুটির ব্যবহার কম করুন। একান্ত স্কুটি বৃষ্টিতে বার করলে যত্ন নিন ব্যাটারি ও মোটরের। এই ২ যন্ত্রাংশে জল গেলেই মুশকিল। দ্বিতীয়ত ভাল রাইডিং গিয়ার ব্যবহার করুন। রবারের জুতো বর্ষাতি ব্যবহার করুন। তৃতীয়ত পথে বৃষ্টির জল ছাড়াও কাদা থাকে। গাড়ি চালানোর পর শুকনো কাপড় দিয়ে তা পরিষ্কার করুন। চতুর্থত মুষলধারা বৃষ্টিতে ভিজে ইলেকট্রিক স্কুটি চালিয়ে ফিরেই চার্জে দেবেন না। পঞ্চমত ইলেকট্রিক স্কুটারে কখনওই ওভারলোড করবেন না। এতে চাকায় চাপ বেশি পড়ে চাকা পিছলে যেতে পারে।