AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar Card Update: ঘরে বসে আধার কার্ড আপডেট করতে চান?

Aadhaar Card Update: ঘরে বসে আধার কার্ড আপডেট করতে চান?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 24, 2023 | 4:16 PM

Share

UIDAI: বিনামূল্যে ঘরে বসে নিজের আধার কার্ড আপডেট করতে পারবেন। আপডেটের জন্য কার্ড হোল্ডারদের রোদের মধ্যে কোথাও যেতেও হবে না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া, আধার কার্ড আপডেটের জন্য কার্ড হোল্ডারদের থেকে ৫০ টাকা ফি নেয়।

বিনামূল্যে ঘরে বসে নিজের আধার কার্ড আপডেট করতে পারবেন। আপডেটের জন্য কার্ড হোল্ডারদের রোদের মধ্যে কোথাও যেতেও হবে না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া, আধার কার্ড আপডেটের জন্য কার্ড হোল্ডারদের থেকে ৫০ টাকা ফি নেয়। কার্ড হোল্ডারদের জন্য UIDAI একটি বিশেষ অফার নিয়ে এসেছে। এই অফারের অধীনে আধার কার্ড হোল্ডাররা বিনামূল্যে তাঁদের আধার আপডেট করতে পারবেন। অফারটি ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত চলবে। আধার আপডেটের কাজ এই সময়ের মধ্যেই সেড়ে ফেলুন এবং কোনও চার্জ লাগবে না। প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। এর পর, ‘My Aadhaar’ মেনুতে গিয়ে ‘Update Your Aadhaar’ অপশনে যান। সেখানে নিজের আধার নম্বর দিয়ে লগ ইন করুন। তারপর নথি আপডেটে ক্লিক করুন এবং সেখানে বর্তমানের সব বিবরণ দেখাবে। সব বিবরণ ঠিক থাকলে হাইপার লিঙ্কে ক্লিক করুন। পরের পেজে পরিচয়ের প্রমাণপত্র ও ঠিকানার প্রামাণ্য নথি নির্বাচন করুন। সেই সমস্ত তথ্যের নথি আপলোড করুন। অনুমোদিত হলেই আপডেটেড পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে।

Published on: Apr 23, 2023 04:19 PM