Reels Tips and Tricks: রিলের ভিউ বাড়ানোর টিপস

Reels Tips and Tricks: রিলের ভিউ বাড়ানোর টিপস

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 12, 2023 | 4:34 PM

সোশাল মিডিয়ায় রিয়েলি তৈরি করে অনেকেই টাকা রোজগার করেন। আবার অনেকের রিল তেমন ভিউ পায় না। কীভাবে আপনার ইনস্টাগ্রাম বা ফেসবুকে রিলের ভিউ বাড়াবেন? রইল কটি সহজ টিপস। রিল ভাইরাল করার জন্য প্রথমেই বিষয়বস্তু এমন বাছুন যা অন্য সবার চাইতে আলাদা হয়।

সোশাল মিডিয়ায় রিয়েলি তৈরি করে অনেকেই টাকা রোজগার করেন। আবার অনেকের রিল তেমন ভিউ পায় না। কীভাবে আপনার ইনস্টাগ্রাম বা ফেসবুকে রিলের ভিউ বাড়াবেন? রইল কটি সহজ টিপস। রিল ভাইরাল করার জন্য প্রথমেই বিষয়বস্তু এমন বাছুন যা অন্য সবার চাইতে আলাদা হয়। রিলের অডিও ট্র্যাক একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়।

সব সময় ট্রেন্ডিং গান বেছে তা দিন রিলে। এদেরই ভাইরাল হবার সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যায়। রিলের ভিডিয়ো কোয়ালিটি নিয়ে সচেতন হোন. ভিডিয়ো এইচডি না হলে দর্শকদের কাছে সেই ভিডিয়ো আকর্ষণীয় হয না। তাই নজর দিন এই দিকে। আপনার ভিডিওর বিষয়বস্তুর দিকে নজর দিন। বিষয়বস্তু আকর্ষণীয় না হলে লোকে তা দেখতে চায় না। প্রতিদিন একটি করে স্টোরি পোস্ট করুন। তাহলেই আপনার তৈরি করা রিলে ভিউ বাড়বে।