Alia Bhatt: আলিয়ার আক্ষেপ কিসে?

Alia Bhatt: আলিয়ার আক্ষেপ কিসে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 01, 2023 | 3:10 PM

২০১২এ 'স্টুডেন্ট অফ দ্যা ইয়ার' এ সানায়া চরিত্রে বলিউড নায়িকা হিসেবে অভিষেক আলিয়া ভাটের। করন জোহর ছিলেন পরিচালক। তারপর একে পর এক হিট। ২০১৮ র আলিয়ার 'রাজি'তে সেহমত খানের চরিত্রও দর্শকদের নজর কাড়ে।

২০১২এ ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ এ সানায়া চরিত্রে বলিউড নায়িকা হিসেবে অভিষেক আলিয়া ভাটের। করন জোহর ছিলেন পরিচালক। তারপর একে পর এক হিট। ২০১৮ র আলিয়ার ‘রাজি’তে সেহমত খানের চরিত্রও দর্শকদের নজর কাড়ে। ২০২০তে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির গাঙ্গু বাইয়ের চরিত্র দর্শক থেকে সমালোচকদের মুগ্ধ করে দেয়। কেরিয়ারের শুরু থেকেই আলিয়ার বিরুদ্ধে স্বজনপোষণ বা নেপোকেজিমের অভিযোগ উঠত। নিজের অভিনয় দিয়ে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মহেশ ভাটের কন্যা।

আলিয়া বলছেন ‘প্রতিটি ছবিতে আমি শিখতে শিখতে চলেছি’। ‘নিজের সেরাটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি প্রতিটি ছবিতে’। সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে অভিনয় করেছেন আলিয়া। এখন আর তাঁর দিকে ধেয়ে আসে না নিন্দে বা কালিমা। বরং কঙ্গনা রানাওয়াত বলেন ‘এটা আলিয়া ভাটের দুনিয়া যেখানে আমরা বসবাস করি’। স্বভাবতই নিজের সম্পর্কে কোনও আক্ষেপ নেই আলিয়ার।