Uttam Kumar: পর্দার পিছনে কেমন উত্তম, খোলসা করলেন তরুণকুমারের মেয়ে
পর্দার রোম্যান্টিক মহানায়ক উত্তমকুমার চট্টোপাধ্যায় জেঠা হিসেবে কেমন ছিলেন? জানিয়েছেন তাঁর ভাইঝি তথা ভাই অভিনেতা তরুণকুমার চট্টোপাধ্যায়ের মেয়ে মনামী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, "আমার জেঠা উত্তমকুমার খুবই রক্ষণশীল মানুষ ছিলেন। আমাদের কোনও ছাড় ছিল না।"
নজর সলমনের হাতে
অম্বানি পরিবারে গালা সেলিব্রেশন। অনন্ত অম্বানির বিয়েতে নিমন্ত্রিত প্রায় গোটা বলিউড। হলদির অনুষ্ঠানে তাই সকাল সকাল পৌঁছে যান সলমন খান। যদিও সকলের নজর ছিল তাঁর হাতে। ২৩ কোটির একটি ঘড়ি পরে এদিন অনুষ্ঠানে হাজির হন ভাইজান। ছবি ভাইরাল হতেই সকলের চক্ষু চড়কগাছ।
বোল খুললেন ভিকি
বরের জন্য উপোস করে রেগে লাল ক্যাটরিনা কইফ? এ কী বললেন ভিকি কৌশল। সদ্য ছবির প্রচারে এসে ভিকি, ক্যাটরিনাকে নিয়ে জানান, করবা চৌথের দিন চাঁদ দেখা দিতে দেরী করায় রেগে লাল ক্যাটরিনা। সারাদিন উপোস করে নাকি বেজায় ধৈর্য্য হারান অভিনেত্রী। অন্তত ভিকির তেমনটাই দাবি।
ক্ষোভ তৃপ্তীর
অ্যানিম্যাল ছবির ছবি মুক্তির পরই কটাক্ষের শিকার হতে হয় তৃপ্তী দিম্রিকে। নগ্ন দৃশ্য দেখে একশ্রেণি রীতিমত কটাক্ষ করতে পিছপা হন না। যার ফলে একটা সময় নাজেহাল হতে হয় অভিনেত্রীকে। নিজেকে ঘরে বন্ধ করে রাখতেন, কারও সঙ্গে দেখাও করতেন না বলে দাবি করেন সম্প্রতি এক সাক্ষাৎকারে। যদিও তাঁর কথায়, এখন আর এসব তাঁকে কষ্ট দেয় না।
উইম্বলডনে কিয়ারা-সিদ্ধার্থ
উইম্বলডনে গিয়েছেন বলিউডের তারকা দম্পতি কিয়ারা আডবানী এবং সিদ্ধার্থ মালহোত্রা। উইম্বলডনের টেনিস ম্যাচ দেখার সময় ছবি তুলেছেন তাঁরা। পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। কিয়ারা ধন্যবাদ জানিয়েছেন তাঁর স্বামীকে। বলেছেন, “ওর জন্যই টেনিসের সঙ্গে পরিচয় হল আমার।”
অরিজিতের কাছে কী চেয়েছিলেন তাঁর মা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পুরনো ভিডিয়ো ক্লিপিংস। সেই ক্লিপিংসে দেখা যাচ্ছে, অরিজিতের মা অদিতি সিং তাঁকে বলছেন, “তুই অনেক বড় হলে আমরা এখানে একটি ফ্ল্যাট নেব। সবাই মিলে সেখানেই থাকব।” এই স্বপ্ন কতটা পূরণ হয়েছে জানা যায়নি। এর কারণ, ২০২১ সালে স্ট্রোকে মারা যান অরিজিতের মা।
জেঠা হিসেবে কেমন উত্তমকুমার?
পর্দার রোম্যান্টিক মহানায়ক উত্তমকুমার চট্টোপাধ্যায় জেঠা হিসেবে কেমন ছিলেন? জানিয়েছেন তাঁর ভাইঝি তথা ভাই অভিনেতা তরুণকুমার চট্টোপাধ্যায়ের মেয়ে মনামী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “আমার জেঠা উত্তমকুমার খুবই রক্ষণশীল মানুষ ছিলেন। আমাদের কোনও ছাড় ছিল না।”
কার চোখে বাচ্চা মেয়ে ঋতুপর্ণা?
একাধিক ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন। ছবি মুক্তি পায়নি সিনেমা হলে। তাঁর মা দেখেননি। তবে অনেকেই দেখেছেন। দেখেছেন তাঁর পাড়ার লোকজনও। ঋতুপর্ণা বলেছেন, “আমাকে কেউ কোনওদিনও বিরক্ত করেনি তা নিয়ে। পাড়ার লোকের কাছে আমি এখনও বাচ্চা মেয়েই।”
এ কী বললেন শাকিব
‘মাঝে মধ্যেই আপনার জন্য ২ ঘণ্টা অপেক্ষা করতে হয়, বাঙালি বলেই কি!’ বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে প্রশ্ন করতেই তিনি উত্তর দেন, বাঙালিদের ঘাড়ে এর দায় চাপাবেন না। অনেক বাঙালি রয়েছেন যাঁরা সময়ে আসেন। অনেকে আবার আসেন না। আমি হয়তো এমন কিছু বাঙালির জন্যই অপেক্ষা করতে গিয়ে সামনে আসতে পারি না। আপনি তো বাঙালি, আপনি তো সময়ে এসেছেন। শাকিবের কথায় সকলেই একপ্রকার হেসে লুটোপুটি।
সতর্ক করলেন রাহুল
সকলকে সতর্ক করলেন বাঙালি অভিনেতা রাহুল দেব বসু। এক আর্ট কন্টেস্টে ভোট করতে ফেসবুক মেসেঞ্জারে তাঁকে লিঙ্ক পাঠান এক মহিলা। রাহুলের বক্তব্য, ভোট করার পর নাকি ফেসবুক লগইন চাওয়া হয়। ওয়ান টাইম পাসওয়ার্ডও চাওয়া হয়। পরপর প্রণালী দেখে সন্দেহ হয় রাহুলের। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আশঙ্কা করতে থাকেন তিনি। বিষয়টি পুলিশের নজরেও এনেছেন তিনি।

৪ মাসে দাম সোনার বেড়েছে ১৪ হাজার টাকার বেশি, এমন রিটার্ন দেয়নি কেউ

বন্দে ভারতের জন্য কয়েকশো কোটির বরাত, নজর রাখতে পারেন এই শেয়ারে?

সময় মতো টাকা দিতে ব্যর্থ, OLA-র সংস্থার বিরুদ্ধে দেউলিয়া আবেদন!

১৯৮৮ সালে কেনা রিলায়েন্সের শেয়ার খুঁজে পেলেন এক ব্যক্তি, কত দাম জানেন?
